জয়ন্ত পাল, কলকাতা: নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও এখনও সম্পূর্ণ হয়নি আবাসনের কাজ। এই অভিযোগ তুলে রবিবার বিক্ষোভ দেখান চিনার পার্কের একটি আবাসনের আবাসিকরা (Flat Residents)। থানায় অভিযোগও দায়ের করেছেন তাঁরা। এ বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি নির্মাণকারী সংস্থা (Flat Promoters)।
কয়েক লক্ষ টাকা ঢেলেও ফ্ল্যাটে ঢোকা হয়নি
লক্ষ লক্ষ টাকা খরচ করে ফ্ল্যাট কিনেও স্বস্তি নেই। আবাসনের কাজ সম্পূর্ণ করেননি প্রোমোটার। প্রোমোটারদের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও, লাভ হয়নি কিছুই। এমনই অভিযোগ তুলে রবিবার চিনার পার্কে বিক্ষোভ দেখালেন একটি আবাসনের আবাসিকরা।
আরও পড়ুন: Babul Supriyo Oath: বিমানে সেই আপত্তিই ধনকড়ের, ফেরালেন বাবুলের আর্জি, শপথগ্রহণ ঘিরে তুঙ্গে তরজা
বিক্ষোভকারী আবাসিকদের দাবি, ২০১৫ সালে তাঁরা ফ্ল্যাট বুক করেছিলেন। নির্মাণকারী সংস্থা প্রতিশ্রুতি দিয়েছিল, ২০১৮’র মধ্যে শেষ হয়ে যাবে কাজ। কিন্তু, এত বছর পরেও আবাসনের বহু কাজ অসমাপ্ত রয়েছে বলে অভিযোগ।
চার বছর কাটলেও ফ্ল্যাট হাতে পাননি
প্রতিবাদে এদিন আবাসন চত্বরেই বিক্ষোভ দেখান তাঁরা। অভিযোগ জানানো হয়েছে বাগুইআটি থানায়। এ বিষয়ে নির্মাণকারী সংস্থার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে, তারা কোনও মন্তব্য করতে চায়নি। আবাসিকদের দাবি, সমস্যার সুরাহা না হলে তাঁরা ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হবেন।
এ দিকে, শহরে ফের কেন্দ্রীয় সংস্থায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। ১৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার এক। জ্যোতির্ময়ী দিন্দা নামের অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর পূর্ব থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ২৫ এপ্রিল রামনগরের বাসিন্দা সুশান্ত দাস বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করনে। তাঁর অভিযোগ, জ্যোতির্ময়ী দিন্দা তাঁর দুই ছেলেকে জিওলজিক্যাল সার্ভে ওফ ইন্ডিয়াতে চাকরি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৫ লক্ষ টাকা নেন। তবে অনেকদিন পেরিয়ে গেলেও কোনও রকম পদক্ষেপ তিনি করেননি। প্রতারিত হয়েছে বুঝতে পারে বিধাননগর পূর্ব থানার দারস্থ হন তিনি। গতকাল রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হয়। পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে তা তদন্ত করে দেখছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।