কলকাতা: ধর্মতলায় অনশনের আজ দ্বাদশী। প্রথম দিন থেকে স্নিগ্ধা হাজরা, অর্ণব মুখোপাধ্যায়, সায়ন্তনী ঘোষ হাজরারা অনশন চালিয়ে যাচ্ছেন। ৬ অক্টোবর থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও শুরু হয়েছে অনশন।


ধর্মতলা ও উত্তরবঙ্গ মিলিয়ে ৬ জন অনশনকারী হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল ধর্মতলায় অনশনে যোগ দেন আরও ২ জন, রুমেলিকা কুমার ও স্পন্দন চৌধুরী। এই মুহূর্তে অনশন করছেন ৮ জন জুনিয়র ডাক্তার। প্রতিদিনই অনশনকারীদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। সেই সমস্ত রিপোর্ট বলছে, প্রত্যেকেরই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। দেখা দিয়েছে নানা সমস্যা। তবে জুনিয়র ডাক্তাররা অনশনে অনড়।রাজ্য সরকার-ডাক্তারদের এই অচলাবস্থা কবে কাটবে? উত্তর অধরা।


আর জি কর-কাণ্ডের বিচার ও হাসপাতালের নিরাপত্তা সহ ১০ দফা দাবিতে গত ৫ অক্টোবর রাত থেকে ধর্মতলায় আমরণ অনশন শুরু করেন বিভিন্ন মেডিক্যাল কলেজের ৬ জুনিয়র ডাক্তার। রবিবার অনশনে যোগ দেন আর জি করের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোও। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি রয়েছেন অনিকেত সহ ৫ চিকিৎসক। এই পরিস্থিতিত মঙ্গলবার অনশনে যোগ দেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার স্পন্দন চৌধুরী এবং অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ হাইজিনের জুনিয়র ডাক্তার রুমেলিকা কুমার।  
 
 কলকাতার পাশাপাশি, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অনশন করছিলেন অলোক বর্মা, সৌভিক বন্দ্যোপাধ্যায় নামে দুই জুনিয়র চিকিৎসক। অলোক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তাঁর জায়গায় সোমবার অনশন শুরু করে জুনিয়র চিকিৎসক সন্দীপ মণ্ডল। সকালে অসুস্থ হয়ে পড়েন সৌভিক। তাঁকে ভর্তি করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যালেের আইসিইউতে। ফলে উত্তরবঙ্গে অনশনকারীর সংখ্যা এখন এক। কলকাতা ও উত্তরবঙ্গ মিলিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ৭ জন। অনশন চালিয়ে যাচ্ছেন ৮ জন।


আরও পড়ুন, আগ্রায় পেট্রোল ৯৫ টাকা ছুঁইছুঁই, আজ জ্বালানি ভরাতে খরচ কত কলকাতায় ?


 ১০ দফা দাবি আদায়ে লড়াই চলছে। অনশনরত সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকলেও, মনোবল বাড়াতে ছুটে এসেছেন অভিভাবকরা। অনশনকারীদের সাহস জোগাতে ধর্নামঞ্চে আসছেন নানা পেশার মানুষ। SSKM হাসপাতালের জুনিয়র ডাক্তার অর্ণব মুখোপাধ্যায়ের বাবা নিজেও চিকিৎসক। আদর্শের জন্য সন্তানের এই লড়াইয়ে পাশে রয়েছেন তিনি।   রেলের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার অসীম ঘোড়ুই। মেয়ে আলোলিকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের চিকিৎসক-পড়ুয়া।  মেয়েকে সাহস জোগাতে মা-বাবা এসেছেন ধর্নামঞ্চে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।