RG Kar Case: পেরোল ১০ মাস, টালা থানা অভিযানে অভয়া মঞ্চ ; RG কর হাসপাতালের গেটে আটক মিছিল
RG Kar Incident: আরজি কর-কাণ্ডের ১০ মাস, মিছিল করে আসার আগেই বন্ধ করে দেওয়া হল হাসপাতালের দুটি গেটই, তুলকালাম পরিস্থিতি

কলকাতা: আরজি কর-কাণ্ডের ১০ মাস, "তদন্ত ধামাচাপা দিতে চায় CBI", তীব্র ক্ষোভ তিলোত্তমার মা-বাবার। টালা থানা অভিযানে অভয়া মঞ্চ, আর জি করে জমায়েত জুনিয়র ডাক্তারদের। কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হল না মিছিলের কাউকেই।
আরজিকর মেডিক্যাল কলেজের দু-দুটি গেট সম্পূর্ণ কিন্তু বন্ধ রয়েছে। এই মুহূর্তে হাসপাতালে ঢোকা-বেরনোর পথ বন্ধ। তার কারণ হচ্ছে অভয়া মঞের সদস্যরা যারা আজকে শ্রদ্ধা জানানোর জন্য আসছিলেন, আরজিকরের ভিতরে যে অভয়ার প্রতীকী মূর্তি রয়েছে, সেই জায়গায় আসতে তাঁদেরকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিশাল পুলিশ বাহিনী ও সিআইএসএফ ইতিমধ্যেই হাসপাতালের দুটি গেট ঘিরে রেখেছে। এইমুহূর্তে কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা তাঁরা কথা বলছেন। পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, বাইরে থেকে কোনও মিছিল হাসপাতাল চত্বরে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে শেষ অবধি পাওয়া খবরে, ২০ জনকে ভিতরে হাসপাতাল চত্বরে ঢুকতে অনুমতি দেওয়া হয়েছে। তাঁরা প্রত্যেকেই শেষ অবধি অভয়ার প্রতীকী মূর্তি অবধি পৌঁছতে পেরেছেন।
আর জি করের চিকিৎসকের খুন-ধর্ষণের ঘটনার ১০ মাস পার। বিচারের দাবিতে রাজপথে প্রতিবাদের গর্জন। টালা থানা থেকে মিছিল আর জি কর হাসপাতালের সামনে আসতেই ঢুকতে বাধা পুলিশের। পরে অবশ্য আন্দোলনকারীদের চাপে আর জি কর হাসপাতালে ঢুকতে দেওয়া হয় অভয়ামঞ্চের সদস্য়দের। হাসপাতালে অভয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তাঁরা। দশ মাস আগে এক ৯ তারিখে, ঘটে গেছিল সেই বীভৎস ঘটনা। আর জি মেডিক্য়ালে কর্তব্য়রত মহিলা চিকিৎসককে ধর্ষণ, খুন। সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় দোষী সাব্য়স্ত হয়েছে। আমৃত্য়ু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু, দোষী কি সঞ্জয় রায় একা? নাকি আরও কেউ? সেই প্রশ্নের উত্তর আজও অধরা।
এই পরিস্থিতিতে আর জি কর-কাণ্ডের দশ মাস পর, অভয়া মঞ্চের ডাকে আন্দোলনের ঢেউ আছড়ে পড়ল রাজপথে। যে টালা থানার ভূমিকা নিয়ে গোড়া থেকে প্রশ্ন উঠেছিল। যে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল গ্রেফতার হয়েছিলেন।সেই টালা থানার সামনে পুলিশ ও সিবিআইয়ের তদন্তে গাফিলতির অভিযোগ তুলে চলল প্রতিবাদ। আয় প্রশাসন দেখে যা, জনগণের ক্ষমতা। এরপর অভয়া মঞ্চের মিছিল এগোয় আর জি কর হাসপাতালের দিকে। আর জি কর হাসপাতালের গেটের সামনে মিছিল পৌঁছতেই, গেট বন্ধ করে দেওয়া হয়। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভয়া মঞ্চের সদস্যরা।অভয়া মঞ্চের এক সদস্য বলেন, আমাদের মেয়ের যে মূর্তি আছে সেখানে আমরা একটু ফুল দেব বলে এসেছিলাম। আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এই হাসপাতাল আর সাধারণ মানুষ, চিকিৎসকদের জন্য থাকছে না।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্য অনিকেত মাহাতো বলেন, পুলিশের তরফ থেকে যেটা বলছে যেতে দিতে পারবেন। একজন বলছেন পুলিশ অনুমতি দেবে। একজন বলছে CISF অনুমতি দেবে। পুলিশের সঙ্গে কথা কথা কাটাকাটিতেও জড়ান আন্দোলনকারীরা। অভয়া মঞ্চ সদস্য় বলেন, গেট বন্ধ করে একটা অশান্তি সৃষ্টি করলেন। কোন সাহসে করলেন। আটকে দেওয়া হয়েছে। হসপিটালের গেট কেউ বন্ধ করতে পারে? প্রায় ঘণ্টা খানেক বচসার পর অভয়ামঞ্চের সদস্যদের ভিতরে ঢুকতে অনুমতি দেওয়া হয়। হাসপাতালে অভয়ার প্রতীকী মূর্তিতে মাল্য়দান করেন তাঁরা।























