Internship Scheme: দেশের তরুণ-যুবকদের জন্য ৫০০ সংস্থাতে শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ দেবে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তত্ত্বাবধানে চালু হল পিএম ইন্টার্নশিপ স্কিম। এই মাস থেকেই চালু হবে এই স্কিম। হাজারও তরুণ-যুবক এর মাধ্যমে উপকৃত (PM Internship Scheme) হবেন। এই সমস্ত সংস্থার কোনও একটিতে শিক্ষানবিশ হিসেবে যোগ দিলে আপনি সরকারের পক্ষ থেকে মাসে পাবেন ৪৫০০ টাকা বৃত্তি এবং সংস্থার (Internship Scheme) পক্ষ থেকে পাওয়া যাবে ৫০০ টাকা বৃত্তি। কীভাবে আবেদন করবেন ? কোন পোর্টাল রয়েছে আবেদনের জন্য ?


মোট ১২ মাসের জন্য করা যাবে এই শিক্ষানবিশ স্কিম। এর মাধ্যমে বাস্তব জগতের পরিবেশ, কাজের জগত, চাকরির ক্ষেত্র সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা দেওয়া হবে প্রার্থীদের। ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য ১.২৫ লক্ষ প্রার্থীর জন্য এই শিক্ষানবিশ স্কিম চালু করছে কেন্দ্র সরকার। দেশের তরুণ-যুবকদের স্কিল ডেভেলপমেন্টের দিকে জোর দিতে এই প্রকল্প চালু করেছে কেন্দ্র।


যে সমস্ত প্রার্থীর বয়স ২১ বছর থেকে ২৪ বছরের মধ্যে এবং যারা দশম শ্রেণি উত্তীর্ণ হয়েছেন, তারাই কেবল এই স্কিমে যোগ দিতে পারবেন। কোনও চাকরিতে যোগ দিলে বা পূর্ণ সময়ের জন্য কোনও অ্যাকাডেমিক কোর্স করার সময় এই স্কিমের অধীনে নাম লেখানো যাবে না। এছাড়াও আইআইটি, আইআইএম, আইআইএসইআর, সিএ এবং অন্যান্য প্রফেশনাল কোর্সে ভর্তি হলেও এই স্কিমে আবেদন করা যাবে না। যে সমস্ত প্রার্থীর অভিভাবকরা সরকারি চাকরি করেন, যাদের পারিবারিক আয় ৮ লাখ টাকার উপর তাদের ক্ষেত্রে এই ইন্টার্নশিপ স্কিমে নাম লেখাতে পারবেন।


এই জন্য https://pminternship.mca.gov.in/login/ পোর্টালে গিয়ে প্রার্থীদের রেজিস্ট্রেশন করাতে হবে। এর সঙ্গে কেওয়াইসি আপডেট করাতেও হবে। আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। নিজের সমস্ত যোগ্যতার উল্লেখ করে একটা ডিক্লারেশন দিতে হবে প্রার্থীদের।


১২ মাসের এই শিক্ষানবিশ স্কিমের জন্য মাসিক ৫০০০ টাকা করে বৃত্তি পাবেন প্রার্থীরা। এর মধ্যে ৪৫০০ টাকা সরাসরি দেবে কেন্দ্র সরকার আর বাকি ৫০০ টাকা দেওয়া হবে সংস্থাগুলির সিএসআর ফান্ড থেকে। এছাড়াও ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনি এককালীন ৬০০০ টাকা পাবেন। প্রশিক্ষণের খরচ সম্পূর্ণরূপে বহন করবে সংস্থাগুলি।


আরও পড়ুন: Google Internship 2025: শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ দিচ্ছে গুগল, কারা কীভাবে পাবেন সুবিধে ?


Education Loan Information:

Calculate Education Loan EMI