বিজেন্দ্র সিংহ, ঝিলম করঞ্জাই ও আশাবুল হোসেন, কলকাতা: ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আর জি কর-মামলার শুনানি। আজ সকাল ১১টায় প্রথম মামলা হিসেবে আর জি কর-কাণ্ডের শুনানি হবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। বুধবার সুপ্রিম কোর্টে সিভিক ভলান্টিয়ার নিয়োগ সংক্রান্ত হলফনামা দেবে রাজ্য সরকার। পাশাপাশি ধর্ষণ-খুন মামলার তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দেবে সিবিআই।


মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি হল না। বুধবার সকাল ১১টায় মামলা শুনবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের পর কেটে গেছে ৮৮ দিন। এখনও সুবিচারের দাবিতে জ্বলছে মশাল। উঠছে স্লোগান। সোমবারই চার্জ গঠন হয়েছে। এবার শিয়ালদা কোর্টে শুরু হবে শুনানি। এই আবহেই মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর-কাণ্ডের শুনানি ছিল। কিন্তু একাধিক মামলার শুনানির ফলে অনেকটাই দেরি হয়ে যায়। এরপর রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানেও যাওয়ার ছিল প্রধান বিচারপতির।


অবশেষে মঙ্গলবারের পরিবর্তে বুধবার শুনানির দিন ধার্য করা হয়। চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলায় সিবিআই চার্জশিটে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে শুধুমাত্র সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। সেই সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে গত ১৫ অক্টোবর আর জি কর-কাণ্ডের শুনানিতে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। পরের শুনানিতে রাজ্য সরকারকে হলফনামা দিতে বলে আদালত। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস আইনজীবী করুণা নন্দী বলেন, '(আর জি কর-কাণ্ডে) মূল অভিযুক্ত একজন সিভিক ভলান্টিয়ার। তাদেরকে (সিভিক ভলান্টিয়ার) নিয়োগ করা হয়েছে, আমার মনে হয় তাদেরকে (সিভিক ভলান্টিয়ার) নিষিদ্ধ করা উচিত। আমার আবেদনেও সেটা রয়েছে।'


সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নির্দেশ, পরবর্তী শুনানির দিন রাজ্য সরকার হলফনামা জমা দেবে। প্রথমত, কোন আইনে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ করা হয়? দ্বিতীয়ত, কোন পদ্ধতিতে নিয়োগ করা হয়? (সিভিক ভলান্টিয়ার) নিয়োগের শিক্ষাগত যোগ্যতা, চতুর্থত, নিয়োগের আগে কী কী যাচাই করে দেখা হয়? পঞ্চমত, কোথায় কোথায় সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগানো হয়? ষষ্ঠ, সিভিক ভলান্টিয়ারদের দৈনিক বা মাসিক কত বেতন দেওয়া হয়? হলফনামায় নির্দিষ্ট করে, সিভিক ভলান্টিয়ারদের কীভাবে নিয়োগ করা হয় তা দিতে হবে। এই ধরনের ভলান্টিয়ারদের সংবেদনশীল জায়গা, যেমন হাসপাতাল, স্কুল, সেখানে কাজে না লাগানো নিয়ে কী পদক্ষেপ করা হয়েছে, তা দিতে হবে হলফনামায়।


আরও পড়ুন, পুজো কাটতেই চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি, সুরক্ষিত থাকতে কী করতে হবে ? জানালেন চিকিৎসক


 সুপ্রিম কোর্টে সিভিক ভলান্টিয়ার নিয়োগ সংক্রান্ত হলফনামা দেবে রাজ্য সরকার।পাশাপাশি ধর্ষণ-খুন মামলার তদন্তের স্টেটাস রিপোর্টও জমা দেবে সিবিআই। ১১ নভেম্বর প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিচ্ছেন ডি ওয়াই চন্দ্রচূড়। তাই সম্ভবত এটাই তাঁর এজলাসে আর জি কর মামলার শেষ শুনানি।দেশের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন সঞ্জীব খান্না।