নয়াদিল্লি : যে কোনও ধর্ষণ সংক্রান্ত মামলায় নির্যাতিতার ছবি , নাম বা পরিচয় প্রকাশ আইনবিরুদ্ধ। তাই নির্যাতিতাকে কোনও ভাবে চেনা যায়, তাঁর মুখ বা চেহারাপ্রকাশ পেয়ে যায়, তেমন কোনওরকম ছবিপ্রকাশ আইনানুগ নয়। এই বিষয়ে আগের শুনানিতেও সতর্ক করেছিল সুপ্রিম কোর্ট। আর এবার সরাসরি উইকিপিডিয়া-র উদ্দেশে কড়া বার্তা দিলেন প্রধান বিচারপতি। 


আর জি কর হাসপাতালের নির্যাতিতা  চিকিৎসকের নাম ও ছবি এখনও জ্বলজ্বল করছে উইকিপিডিয়ায়। শীর্ষ আদালতের নজরে বিষয়টি নিয়ে আসেন সলিসিটর জেনারেল। এরপর জুনিয়র চিকিৎসকদের আইনজীবীও বিষয়টি তুলে ধরেন। এরপরই নির্যাতিতার নাম ও ছবি উইকিপিডিয়ার ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। উইকিপিডিয়া একটি অনলাইন এনসাইক্লোপিডিয়া। ভারতের আইন ধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় উল্লেখ করার অনুমতি দেয় না।  প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান,  নির্যাতিতার পরিচয় কোনোভাবেই প্রকাশ করা উচিত নয়। উইকিপিডিয়াকে অবিলম্বে নির্যাতিতা চিকিৎসকের ছবি সরাতে হবে।  তাঁর পরিচয় প্রকাশ করে এমন কোনো বিষয়বস্তু সরিয়ে ফেলতে হবে।"


প্রধান বিচারপতি বলেন, ভারতীয় আইনের বিধান খুবই স্পষ্ট যে ধর্ষণ ও খুনের মামলায় নির্যাতিতাপ নাম বা পরিচয় প্রকাশ করা যায় না।  উইকিপিডিয়াকে অবশ্যই এই ধরনের রেফারেন্স মুছে ফেলতে হবে।  আদালত এর আগেও সোশ্যাল মিডিয়া থেকে নির্যাতিতা চিকিৎসকের  নাম, ছবি এবং ভিডিও মুছে ফেলার নির্দেশ দিয়েছিল।  CJI স্পষ্ট করে দিয়েছিলেন,  যৌন নিপীড়নের শিকার কোনও ব্যক্তির পরিচয় প্রকাশ করা আদালতের আদেশের লঙ্ঘন হিসেবে ধরা হবে । ২০১৮ সালে, নিপুন সাক্সেনা মামলায়  সুপ্রিম কোর্ট বলেছিল, "কোনও ব্যক্তি প্রিন্ট, ইলেকট্রনিক, সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে নির্যাতিতের নাম মুদ্রণ বা প্রকাশ করতে পারবে না বা এমনকি কোনও উপায়ে এমন কোনও তথ্য প্রকাশ করতে পারবেন না যা  নির্যাতিতাকে চিনিয়ে দিতে পারে।  এতে তাঁর পরিচয় জনসাধারণের মধ্যে  ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে"   


এদিন প্রধান বিচারপতি জানান, 'আমরা সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট দেখেছি। যে সব দিকে নজর দিতে বলেছি, সিবিআই সবদিক খতিয়ে দেখছে। মৃতদেহের চালান, ময়নাতদন্তের রিপোর্ট, যদি কোনও প্রমাণ নষ্ট হয়ে থাকে, সেটাও দেখা হচ্ছে। কেউ জটিলতা তৈরি করেছে কিনা, সেটাও দেখছে সিবিআই' । তিনি স্পষ্ট করে দেন,  'এখনও তদন্ত অনেক বাকি, আমাদের সিবিআইকে যথেষ্ট সময় দিতে হবে'। 


আরও পড়ুন:  'স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত', জানালেন মমতা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে