কলকাতা: জুনিয়র ডাক্তারদের অনশনের প্রায় ৪দিন, ফের 'অভয়া পরিক্রমায়' বাধা। মিনিডোরে অভয়া পরিক্রমায় বাধা, পুলিশের পা ধরে অনুমতির আবেদন মহিলার। মিনিডোর যেতে বাধা, হেঁটেই অভয়া পরিক্রমার সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের। পুলিশের বাধা, মিনিডোরের চাবি খুলে নিতেই চাঁদনি চকে তুলকালাম। পুলিশ চাবি কেড়ে নিতেই ঠেলে মিনিডোর ঠেলে এগোনোর চেষ্টা। পুলিশকে ঠেলে সরিয়ে মিনিডোর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। ষষ্ঠীর দুপুরে চাঁদনি চকে তুলকালাম, বাধা সরিয়ে 'ধর্মতলা চলো'।
এদিন পুলিশের পা ধরে অনুমতির আবেদন জানিয়েছেন যিনি, সেই মহিলার বক্তব্য, বাধ্য হলাম, মনুষ্যত্ব জাগাতে। যে আমি ওনাকে বললাম, আমার ৫৬ বছর বয়স। হয়তো আপনার বয়স আমার থেকে কম। আমি বড় হয়ে আপনার পায়ে ধরছি। যাতে এটা না বলতে পারে যে, পুলিশের গায়ে হাত উঠেছে। আমরা মহিলা হয়ে, ওনার মনুষ্যত্ব জাগানোর জন্য এটুকুই অনুরোধ করেছি যে, আপনি ওই গাড়ির চাবিটা খুলে দিন। আমরা ৪৫ মিনিট ধরে ওনাকে অনুরোধ জানাচ্ছি। যে এটা তো এমন নয় যে ঠেলে নিয়ে যাব। কিন্তু উনি কোনও কথাই বলছেন না। শেষঅবধি আমরা চেষ্টা করলাম, যদি মনুষ্যত্ব একটা জাগানো যায়, কিন্তু সেখানেও ব্যর্থ !'
যদিও নিজের জায়গায় অটুট কলকাতা পুলিশ। এদিন কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে, এইরকম কোনও অনুমতি ছিল না। তাই আমরা কোনও অনুমতি ছাড়া, এই ধরনের মিছিলকে কোথাও যেতে দিতে পারি না। সেই জন্য এর আগেও ওনাদেরকে সেন্ট্রালে আটকানো হয়েছে। ওনারা ,সেটা শোনেননি। ওনারা সেখান থেকে বেরিয়ে, কয়েকজন এসেছেন। তো তাঁদেরকে এখানে আটকাতে বাধ্য করা হয়েছে।.. কোনটা ঠাকুর দেখার ভিড় আর কোনটা মিছিল, সেটা বোঝাই যায়। আমরা সেটা বুঝতে পারছি। সেই জন্য আমরা এনাদের আটকেছি।'
আরও পড়ুন, রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী, যুগান্তকারী গবেষণায় বাঁচবে এবার বহু প্রাণ
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।