কলকাতা: বিচার চেয়ে স্লোগান, এবার যাদবপুরে 'আক্রান্ত' প্রতিবাদী। বিচার চেয়ে বাড়ির সামনে রাস্তায় চোখ এঁকেছিলেন ও উই ওয়ান্ট জাস্টিস স্লোগান লেখায় 'হামলা'। যাদবপুরের বিজয়গড়ে জয়দীপ মজুমদারের ওপর হামলা চালানোর অভিযোগ। মোবাইলে ছবি তোলার সময় স্থানীয় তৃণমূল বিধায়ক ও অনুগামীরা চড়াও হয়ে মারধরের অভিযোগ। দেবব্রত মজুমদার বিধায়কের উপস্থিতিতে হামলার অভিযোগ। হামলাকারীদের সমর্থন বিধায়ক। বাঘাযতীন হাসপাতালে লিখিত অভিযোগ দায়ের, যাদবপুর থানায় লিখিত অভিযোগ। ঘটনাস্থলে পরে গিয়েছিলাম, কলকাতার বাইরে ছিলেন, দেবব্রত মজুমদার। মায়ের চোখের ওপর মানুষ হেঁটে যাবে, তার প্রতিবাদ করেছিল।
আমাকে মারা হয়, আমার বুকে আঘাত করা হয় : প্রতিবাদী
স্থানীয় বিধায়কের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন প্রতিবাদী।আক্রান্ত জয়দীপ মজুমদার বলেন, গতকাল ৯ অক্টোবার, দুপুর সাড়ে ১২ টা -১ টা নাগাদ হয়েছে। আমি একটি লেখা লিখেছিলাম। সেই লেখাটিতে আমি একটি ছবি একেছিলাম। একটি চোখ। এবং সেই চোখ থেকে এক ফোঁটা রক্ত পড়ছে। সেই ছবিটি আমি আঁকি। তার নীচে আমি লিখি, উই ডিমান্ড জাস্টিস। এবার আমাদের স্থানীয় এমএলএ শ্রী দেবব্রত মজুমদার আসেন। প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করেন। এবং আমাকে এই লেখাটি মুছে ফেলতে বলেন। আমি লেখাটি মুছে ফেলতে অসম্মত হই। তখন ওরা আরও চিৎকার চেঁচামেচি করেন। কী ভূল করেছি, প্রশ্ন করি আমি। উত্তর আমি পাইনি। বরং আমি পাই মার।আমাকে মারা শুরু হয়। আমার বুকে আঘাত করা হয়। '
'যেটা রাজনীতির বিষয় নয়, সেটা রাজনীতি করার ঘৃণ্য প্রচেষ্টা সিপিএমের একশ্রেণীর'
স্থানীয় বিধায়ক বলেন, একজন বোন মারা গিয়েছে, আমরা সবাই তাঁর জাস্টিস চাই। মুখ্যমন্ত্রীও বিচার চাইছেন। চার্জশিট হয়েছে। সারা যাদবপুরের বিভিন্ন জায়গায় উই ওয়ান্ট জাস্টিস চাওয়া হয়েছে। আমরাও মিছিল করেছি। আমরাও বলছি উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু পাড়ার কিছু লোকের সেন্টিমেন্ট.. তাঁদের মনে হয়েছে চোখটা দুর্গার চোখ। দ্বিতীয়ত এই ছেলেটার সম্বন্ধে পাড়ার সবারও অভিযোগ। এ মদ্যপ থাকে বেশিরভাগ সময়। ..আমার একটাই বলার যেটা রাজনীতির বিষয় নয়, সেটা রাজনীতি করার ঘৃণ্য প্রচেষ্টা সিপিএমের একশ্রেণীর নেতৃত্ব করছে।'
আরও পড়ুন, RG করের পর এবার এসএসকেএমে 'গণ ইস্তফা', 'চিঠি সংখ্যা আরও বাড়বে..'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।