কলকাতা: আর জি করের নিহত চিকিৎসকের নাম প্রকাশ্যে আনার অভিযোগে মামলা দায়ের হয়েছিল বিনীত গোয়েলের বিরুদ্ধে। এবার হাইকোর্টে ,কেন্দ্রীয় সরকার জানিয়েছে,'আর জি করকাণ্ডে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্যই। যে আইপিএস অফিসার যে রাজ্যে কর্মরত, সেই রাজ্য সরকারই তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে পদক্ষেপ করতে পারে। যদি রাজ্য সরকার কোন পদক্ষেপ না নেয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অভিযোগ করা যায়।' আগামী ডিসেম্বর মাসে পরবর্তী শুনানির সম্ভাবনা।
প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে অভিযোগ, আরজি কর হাসপাতালের নিহত চিকিৎসকের নাম প্রকাশ করেছিলেন তিনি। বিনীত গোয়েলের বিরুদ্ধে নির্যাতিতার নাম প্রকাশের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানিয়েছিলেন আইনজীবী। এদিকে আরজিকর কাণ্ডের মূল মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেই বিষয়ে দেশের শীর্ষ আদালতেই জানানোর কথা বলেছিল বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেসময় আরও জানানো হয়েছিল, আপাতত এই মামলায় হস্তক্ষেপ করতে পারবে না হাইকোর্ট। তবে এবার পরিস্থিতি বদলাল।
মূলত এই মামলা যখন দায়ের হয়, সেই সময় অভিযোগ উঠেছিল আরজিকরের নিহত চিকিৎসকের নাম প্রকাশ্যে এনেছিলেন তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ফলত তার বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করা হোক, এবং এই মর্মেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়।এবং সেই মামলাতেই আজকে কেন্দ্রীয় সরকারের তরফে রিপোর্ট দিয়ে বলা হয়েছে, যে আইপিএস অফিসার বা আধিকারিক যেখানে কর্মরত, সেখান সরকারই তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারে,শৃঙ্খলাভঙ্গের দায়ে।
এখন কোনও সরকার বা সেখানকার স্থানীয় যে প্রশাসন রয়েছে, তাঁরা যদি সেই আইপিএস অফিসারের বিরদ্ধে পদক্ষেপ না করে, সেক্ষেত্রে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে, অভিযোগ জানানো যায়। এবং তার কি আইনি সংস্থান রয়েছে, পরবর্তী ক্ষেত্রে সেই সংস্থান অনুযায়ী কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করতে পারে। কিন্তু প্রাথমিক পর্যায়ের যে অভিযোগ বা পদক্ষেপ রয়েছে, সেটা কিন্তু রাজ্য সরকারকেই গ্রহণ করতে হয়।এই মর্মে কেন্দ্রীয় সরকার তাঁদের মতামত পেশ করেছে। এই গোটা ঘটনায় রিপোর্ট দেওয়ার জন্য আরও ৪ সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
আরও পড়ুন, বাদুড়িয়ায় দাপুটে TMC নেতার বিরুদ্ধে পড়ল পোস্টার, 'আবাসের ঘরের জন্য তোলা চেয়েছেন..' !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।