কলকাতা : আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যে এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে পদত্যাগ করলেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্য তথা চিকিৎসক দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায়। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতিকে চিঠি দিয়ে পদত্যাগের ঘোষণা করেছেন তিনি। তিনি ছাড়াও একই ইস্যুতে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে ইস্তফা দিলেন চিকিৎসক সুমন মুখোপাধ্যায়ও।
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতিকে চিঠি দিয়ে চিকিৎসক দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আর জি কর-কাণ্ডে একাধিক বিতর্কে নাম জড়িয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের কয়েকজন সদস্যের। এতে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সুনাম নষ্ট হচ্ছে। কাউন্সিলের পরিচ্ছন্ন ভাবমূর্তি বজায় রাখতে বিতর্কের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সদস্যদের কাউন্সিলের কাজ থেকে দূরে রাখা হোক।'
অন্যদিকে, আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে ইস্তফা দিলেন চিকিৎসক সুমন মুখোপাধ্যায়ও। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে কাউন্সিলকে চিঠি লিখেছেন তিনি। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে পদক্ষেপের দাবিও জানানো হয়েছে।
এদিকে, আর জি কর-কাণ্ডের আবহেই রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল করা হল। কাল ও পরশু রাজ্য মেডিক্যাল কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কায় বাতিল করা হল বৈঠক। কাল ও পরশুর বৈঠক বাতিল, সব সদস্যকে ই-মেল করে জানিয়ে দিয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। আর জি কর-কাণ্ডে সুশান্ত রায়, সুদীপ্ত রায়, অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাস-সহ বেশ কয়েকজন চিকিৎসকের নাম জড়িয়েছে। অস্বস্তি এড়াতে বৈঠক বাতিলের সিদ্ধান্ত রাজ্য মেডিক্যাল কাউন্সিলের? উঠছে প্রশ্ন।
কেন বৈঠক বাতিল করা হল তার কোনও সঠিক কারণ উল্লেখ করা হয়নি। যে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে চিকিৎসক মহলে যে, যেহেতু রাজ্য মেডিক্যাল কাউন্সিলে এমন বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য রয়েছেন, যাঁদের নাম ইতিমধ্যেই আরজি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে সামনে এসেছে, সুশান্ত রায়, অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাস...এদের মধ্যে অনেককেই ঘটনাস্থলে দেখা গিয়েছিল বলে অভিযোগ সামনে এসেছে। যেহেতু তাঁদের কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে, এরকম একটা আবহে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে ঝড় উঠতে পারে এবং এঁদের বহিষ্কারের দাবি উঠতে পারে, সেরকম একটা আশঙ্কা থেকেই এই বৈঠক বাতিল করার সিদ্ধান্ত। সেরকমটাই মনে করছেন চিকিৎসক মহলের অনেকে। তবে, এখনও পর্যন্ত এই বৈঠক বাতিলের কোনও সঠিক কারণ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে দেওয়া হয়নি। মেডিক্যাল কাউন্সিলের সভাপতি তথা শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় এবিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে, মোবাইল ফোন বেজে গিয়েছে। তিনি ফোন ধরেননি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।