কলকাতা: মুখ্যমন্ত্রীর প্রচ্ছন্ন হুঁশিয়ারির পরেও ফের রাজপথে জনগর্জন। বিচারের দাবিতে এবার ধর্মতলা দখলের ডাক। কলেজ স্কোয়ার থেকে মিছিল। RG কর কাণ্ডে 'রাত দখল' ও 'ভোর দখল'-এর পর এবার 'ধর্মতলা দখলের ডাক'।


'রাত দখল' ও 'ভোর দখল'-এর পর এবার 'ধর্মতলা দখলের ডাক'


আজ ছিল সুপ্রিম কোর্টে আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলার শুনানি। তার আগে গতকাল পথে নামেন রিকশ চালকরা। গতকাল বিকেল ৪টেয় হেদুয়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করেন তাঁরা। গতকাল বিকেল ৪টেয় সল্টলেকের বহু স্কুল ও প্রাক্তনীদের ডাকে মিছিল ছিল। জমায়েত হয়েছিল বৈশাখী বাস স্ট্যান্ডে। গড়িয়াহাট থেকে রাসবিহারী মোড় পর্যন্ত মিছিলের ডাক দেন দক্ষিণ কলকাতার বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা। টালিগঞ্জ পাড়ার শিল্পী-কলাকুশলীদের ডাকে টালিগঞ্জ ট্রামডিপো থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল হয়। 


আর জি কর কাণ্ডে ফের সুপ্রিম কোর্টে প্রশ্নবাণে বিদ্ধ রাজ্য সরকার


অপরদিকে, আর জি কর কাণ্ডে ফের সুপ্রিম কোর্টে প্রশ্নবাণে বিদ্ধ রাজ্য সরকার। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানোর চালান নিয়ে প্রশ্নের মুখে রাজ্য। দেহ যখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সেই চালান কোথায়? রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতির। আমরা কোনও চালান পাইনি, আদালতে জানাল সিবিআই। 'চালান এই কারণেই গুরুত্বপূর্ণ, কারণ তাতে বোঝা যায় যে দেহের সঙ্গে কী কী পাঠানো হয়েছিল' এই চালান ছাড়া দেহ ময়নাতদন্তের জন্য গ্রহণ করা যায় না, মন্তব্য প্রধান বিচারপতির। 'ম্যাজিস্ট্রেট লিখিতভাবে যা দিয়েছেন তা ছাড়া আর কোনও তথ্য নেই', সুপ্রিম কোর্টে জানালেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। চালান ছাড়া কীভাবে ময়নাতদন্ত হল? প্রশ্ন প্রধান বিচারপতির। হাইকোর্টে দেওয়া কেস ডায়েরিতে চালান ছিল, দাবি রাজ্যের। চালান না পেলে বুঝতে হবে, একটা কিছু হয়েছে, মন্তব্য বিচারপতি পারদিওয়ালার। পরের শুনানির দিন চালান আনতে হবে, নির্দেশ আদালতের।


আরও পড়ুন, কয়লা পাচার মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন অভিষেক, 'দিল্লিতে তলব করায় ED-র বাধা রইল না..'


খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।