গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : ৩ মাস পর কলকাতা থেকে ফিরে, ভাইফোঁটার রাতে রায়দিঘিতে খুন হলেন বছর ৩৪-এর যুবক। নিহত যুবকের নাম দিলীপ নাইয়া। রায়দিঘির সিংহীর চক মোড়ের কাছে আত্মীয়ের বাড়ির সামনে থেকে উদ্ধার হয় ওই গাড়ি চালকের গলার নলি কাটা দেহ।


নিহত ব্যক্তি রায়দিঘি বকুলতলা গ্রামের বাসিন্দা। রবিবার রাতে পুলিশ রক্তাক্ত অবস্থায় দেহটি উদ্ধার করে সিংহীরচক মোড়ের কাছে তাঁর এক আত্মীয়ের বাড়ির সামনে রাস্তার উপর থেকে। পুলিশ সূত্রের খবর, হামলার পর রক্তাক্ত অবস্থায় দিলীপ প্রাণ বাঁচানোর জন্য কাছেই সিংহীরচক মোড়ে তাঁর এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন বলে অনুমান।                                                                   


কলকাতায় গাড়ি চালাতেন তিনি।  ৩ মাস পর গতকাল বিকেলে বাড়িতে ফিরেছিলেন দিলীপ। প্রায় ১০ বছর আগে বিয়ে হলেও স্ত্রী অন্যত্র চলে যান।  আট বছরের এক সন্তান আছে দিলীপের। তাঁর বৃদ্ধ বাবা মায়ের কাছেই থাকে সে। তবে কী কারণে খুন, ভেবে কুলকিনারা পাচ্ছে না পরিবার। পরিবারের লোকজন একেবারেই ধোঁয়াশায়। হালফিলে কারও সঙ্গে কি শত্রুতা হয়েছিল দিলীপের ? নাকি পুরনো কোনও শত্রুতার জেরেই এই হামলা ? 


পুলিশ সূত্রের খবর, ঘটনাস্থল থেকে একটি লেডিস সাইকেল উদ্ধার করেছে পুলিশ। পুরনো কোন শত্রুতার জেরে দিলীপকে খুন কি না, খতিয়ে দেখছে পুলিশ। খুনের মামলা রুজু করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।         


পুলিশ সূত্রে খবর, মেয়েদের সাইকেলটি ঘিরেই ধোঁয়াশা তৈরি হয়েছে। পুরনো বিবাদ নাকি, ব্যক্তিগত শত্রুতার জেরে খুন, খতিয়ে দেখছে পুলিশ।   


আরও পড়ুন: Srijato on The Kapil Sharma Show: কপিল শর্মার শোয়ে রবীন্দ্রনাথের গানের অপমান! আইনি পথে হাঁটতে চান শ্রীজাত


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে