হিন্দোল দে, কলকাতা: আর জি কর-কাণ্ডের প্রতিবাদ করায় সোশাল মিডিয়ায় লাগাতার ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল। অভিযোগ জানালেও সহযোগিতা করেনি পুলিশ। চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য (Rupa Bhattacharya)। এবিপি আনন্দে খবর দেখানোর পর অবশেষে FIR করল পুলিশ। অভিনেত্রী বলছেন, 'এবিপি আনন্দে দেখানোর পরই পুলিশ এফআইআর নিয়েছে। কিন্তু অনেকে আছে যাদের অভিযোগ পৌঁছচ্ছে না আপনাদের কাছে। আমি চাই তারা অভিযোগ করলেও এমন গুরুত্ব দিয়ে দেখা হোক।'


এবিপি আনন্দে খবর দেখানোর পর অবশেষে পদক্ষেপ করল পুলিশ। অভিনেত্রী রূপা ভট্টাচার্যকে ধর্ষণের হুমকির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করল পাটুলি থানা ও সাউথ সাবার্বান ডিভিশনের সাইবার সেল। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে তিনি রাস্তায় নেমেছিলেন। অংশ নিয়েছিলেন রাত দখল কর্মসূচিতে। অভিযোগ, তারপর থেকেই সোশাল মিডিয়ায় লাগাতার ধর্ষণের হুমকি পাচ্ছিলেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য।


লালবাজারের সাইবার সেল, পুলিশ থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কাছে খোলা চিঠি লিখেও সুরাহা হয়নি বলে অভিযোগ তোলেন তিনি। সেই খবর এবিপি আনন্দে দেখানোর পরই তৎপর হল পুলিশ। রূপা বলছেন, 'এবিপি আনন্দে দেখানোর পরই পুলিশ এফআইআর নিয়েছে। শুধু অভিযোগ নিলেই হবে না। এখনও সুরক্ষিত মনে করছি না। দোষীদের খুঁজে শাস্তি দিতে হবে। আমি এখনও পর্যন্ত শুধু এফআইআর ফাইল করেছি। কোন ধারায়, কারা গ্রেফতার হল এখনও পর্যন্ত আমি কিছুই জানি না'। খবর দেখানোর পর পাটুলি থানার তরফ থেকে যোগাযোগ করা হয় অভিনেত্রীর সঙ্গে। থানায় গিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি।


সাউথ সাবার্বান ডিভিশনের সাইবার সেলের তরফ থেকেও ইমেল করে অভিনেত্রীকে জানানো হয়েছে, তাঁর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। রূপা বলছেন, 'আমার শহরেই আমি সুরক্ষিত বোধ করছি না। তবে আমি আবার পথে নামব। কারণ যাঁরা ধর্ষণের হুমকি দিচ্ছে তারা তো এটাই চায় আমি ভয় পেয়ে যাই। কিন্তু তিলোত্তমা যতক্ষণ না বিচার পাচ্ছে, যতক্ষণ না আমাদের বকেয়া দাবিগুলো পূরণ হচ্ছে আমি আবার পথে নামব।' পুলিশ সূত্রে খবর, সোশাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খুলে অভিনেত্রীকে হুমকি দেওয়া হচ্ছিল। অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। 


আরও পড়ুন: IIFA Awards 2024: IIFA-র মঞ্চে প্রশ্নের মুখে টোটা, বাংলা ছবির হৃত গৌরব নিয়ে কী বললেন ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।