কলকাতা : আজ নিয়ে পরপর ৮ দিন । সিবিআই য়ের মুখোমুখি হলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ । কিন্তু সত্যি জানতে আরও গভীর তদন্ত করতে চাইছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এখন সত্যিটা বের করে আনতে সিবিআইয়ের মতো গোয়েন্দা সংস্থা যে সব সায়েন্টিফিক এইডের ওপর ভরসা রাখে, তার মধ্যে অন্যতম হল পলিগ্রাফ টেস্ট। যে টেস্টে অভিযুক্তের শারীরিক প্রতিক্রিয়াকে নিরীক্ষণ করে মেশিন। সেখান থেকেই পরিষ্কার হয়ে যায় , কোনটা সত্যি, কোনটা মিথ্যে। কিন্তু এক্ষেত্রে যার পলিগ্রাফ করা হচ্ছে তার অনুমতি ও আদালতের অনুমতি দরকার।
আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের জন্য় CBI যে আবেদন করেছে তা নিয়ে শুক্রবারের মধ্য়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে শিয়ালদার ACJM-কে। তবে শুধু সঞ্জয় রায় নয়, আরও পাঁচজনের পলিগ্রাফ টেস্ট করাতে চায় সিবিআই। তার মধ্যে ছিল আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের নামও। ঘটনার দিন রাতে যে চারজন চিকিৎসক পড়ুয়া ছিলেন, তাঁদেরও পলিগ্রাফ টেস্ট করানোর জন্য় আদালতে আবেদন করেছিল CBI ।
সেই মতো শুক্রবার শিয়ালদা কোর্ট সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষায় সম্মতি দিল CBI কে । আদালত জানাল, সেই সঙ্গে করা হবে মোট ৬ জনের পলিগ্রাফ পরীক্ষাও। এই বিষয়ে সম্মতি দেওয়া হল CBI কে। এই ৬ জনের মধ্যে আছেন এক সিভিক ভলান্টিয়ারও।
অন্যদিকে ,আরও বিপাকে পড়লেন সন্দীপ ঘোষ। সিবিআইকে আরজি করের যাবতীয় দুর্নীতির তদন্ত ভার দিল হাইকোর্ট। যেহেতু আরজি করের এক চিকিৎসকের মৃত্যুতে তদন্ত করছে সিবিআই, তাই এই তদন্ত তাদের দেওয়া হলো। শনিবার সকাল ১০ টার মধ্যে তদন্ত নথি হস্তান্তরের নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।
এরই মধ্যে আর জি কর আউটপোস্টে মোতায়েন সব পুলিশ কর্মীকে তলব করেছে CBI । সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছেন চিৎপুর থানার অতিরিক্ত OC। চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনাস্থল সেমিনার রুম রক্ষার দায়িত্বে ছিলেন এই অতিরিক্ত OC।
আরও পড়ুন :
এবার সন্দীপ ঘোষকে আষ্টেপৃষ্টে ধরবে ইডি? বড় খবর আজই
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।