Breaking News : সুপ্রিম কোর্টে ধাক্কা আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। সন্দীপ ঘোষের আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত। সন্দীপ ঘোষের মামলা ফেরাল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে হস্তক্ষেপের প্রয়োজন নেই। মনে করছে শীর্ষ আদালত।আদালতের তরফে সন্দীপ ঘোষের আইনজীবীকে জানানো হয়েছে, 'এই মামলায় আপনি (সন্দীপ ঘোষ) হস্তক্ষেপের জায়গায় নেই। হাইকোর্টের পর্যবেক্ষণ প্রাথমিক পর্যায়ে আছে'
দুর্নীতি ও ধর্ষণ-খুনের মধ্যে সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখবে সিবিআই, এর আগে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আর্থিক দুর্নীতির মামলার সঙ্গে চিকিৎসককে ধর্ষণ-খুনের কোনও যোগ নেই বলে সুপ্রিম কোর্টে সওয়াল করেন সন্দীপ ঘোষের আইনজীবী মীনাক্ষী অরোরা। পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত জানায়, এটা অস্বীকার করা যায় না যে ওই সময়ে আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ। একই সঙ্গে সন্দীপের আইনজীবী সওয়াল করেন, আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির বিরুদ্ধে তদন্ত করে রাজ্য সরকার তাঁকে মুর্শিদাবাদে বদলি করে। তাই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আখতারের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। এই আবেদনেও সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট।
সন্দীপ ঘোষের আইনজীবী প্রশ্ন তোলেন, কেন দুর্নীতি ও ধর্ষণ-খুনের ঘটনাকে কেন এক করে দেখা হচ্ছে? বরং দুর্নীতি ও ধর্ষণ-খুনের তদন্ত আলাদা করে হোক। কিন্তু শীর্ষ আদালত সেই যুক্তিতে সন্তুষ্ট হয়নি। আদালত পর্যবেক্ষণে জানিয়েছে,দুই ঘটনার মধ্যে কোনও যোগ আছে কিনা, সেটা তদন্ত সাপেক্ষ। সিবিআই-এর স্টেটাস রিপোর্ট খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছে সুপ্রিম কোর্ট।
আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্চ করে সুপ্রিম কোর্টে যান সন্দীপ
সুপ্রিম কোর্টে সন্দীপের মামলা খারিজ হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ফের পোস্ট করলেন তৃণমূলের রাজ্য সভার সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি লেখেন, 'অভিযুক্তর কোনও জনস্বার্থ মামলায় হস্তক্ষেপের জায়গা নেই। সুপ্রিম কোর্ট সিবিআই হেফাজতে থাকা সন্দীপ ঘোষের আর্জি খারিজ করল'।
আরও পড়ুন: Dev on Kanchan Mallick: এই কাঞ্চন মল্লিককে চিনি না, ওঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইছি: দেব
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।