কলকাতা: আর জি কর কাণ্ডের ১০০ দিন পার। তদন্তে গতি আনার দাবি জানিয়ে ফের পথে সিপিএম। উল্টোডাঙা থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিলের ডাক। এদিকে বামেদের এই প্রতিবাদ মিছিলের মাঝেই বিস্ফোরক তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, 'সঞ্জয় রায়ের ফাঁসি চায় কিনা, স্পষ্ট জানাক সিপিএম।'
এদিন তিনি বলেছেন,আরজিকরের ঘটনা ভয়ঙ্কর। বাজে ঘটনা। ধর্ষণ ও খুন। চব্বিশ ঘণ্টার মধ্যে কলকাতা পুলিশ, ধর্ষক খুনিকে গ্রেফতার করেছে। তো ওনারাই তো বললেন, We want CBI ! চাই না কলকাতা পুলিশ। আমি সিপিএমকে অনুরোধ করব, আপনারা কি এখন সঞ্জয় রায়ের পক্ষে ? সিপিএম পরিষ্কার করে বলুক , ফাঁসি চায় ? নাকি ফাঁসি চায় না ? সিপিএম আগে স্পষ্ট করে বলুক সঞ্জয় রায়ে ফাঁসি অর্থাৎ মৃত্যুদণ্ড সিপিএম চায় কি চায় না ? এইটা আগে সিপিএম বড়বড় কাজ করার ফাঁকে, এইটা স্পষ্ট করে বলুক।'
আরজিকাণ্ডের ১০০ দিন পার। সম্প্রতি আদালত থেকে প্রিজ়ন ভ্যানে নিয়ে যাওয়ার সময় বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছিল এই মামলায় ধৃত সঞ্জয় রায়কে। প্রিজন ভ্যানের ভিতর থেকেই চেঁচিয়ে সে বলেছিল,' আমি যখন বলছি, আমার কথা শোনেনি। এতদিন চুপচাপ ছিলাম। আমাকে বিনা কারণে ফাঁসানো হয়েছে। আমার নামে সব কিছু দেওয়া হচ্ছে। আমি কিন্তু রেপ অ্যান্ড মার্ডার করিনি। আমি বললাম। আমাকে সেখানেও কিছু বলতে দেয়নি। সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম। আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না। তুমি কিছু বলবে না। আমায় দিয়ে ডিপার্টমেন্টে আমায় দিয়ে ভয় দেখিয়ে আমাকে এই করেছে। আমি কিন্তু পুরোপুরি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে।'
এখানেই শেষ নয়, তারপর অভিযুক্ত সঞ্জয় রায়কে আরও বলতে শোনা গিয়েছিল যে, 'আমি নাম বলে দিচ্ছি। বিনীত গোয়েল, যিনি আছেন ডিসি স্পেশাল ওনারা নিজে আমাকে ফাঁসিয়েছেন। বিনীত গোয়েল, ডিসি স্পেশাল ওনারা নিজেরা সাজিশ করে আমাকে ফাঁসিয়েছেন। আমাকে হুমকি দিয়েছে।' বলাইবাহুল্য কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার নাম সঞ্জয় রায়ের মুখে যেতেই বিতর্ক মোড় নেয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।