কলকাতা: ভরা পুজোর মধ্যেই দিকে দিকে জাস্টিস ফর আরজিকর স্লোগান। এমনই এক আবহে সপ্তমীতে কলকাতায়  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। আর রাজ্য এসেই তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করলেন তিনি।  নাড্ডা বলেন, 'বাংলায় আইনের শাসন নেই। মহিলাদের খুন হতে হচ্ছে, ভোটে রিগিং হচ্ছে, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে', সপ্তমীর দিন রাজ্যে এসে তীব্র আক্রমণ বিজেপির সর্বভারতীয় সভাপতির।


তিনি আরও বলেন,'আর জি কর মেডিক্যাল থেকে জয়নগর, সর্বত্রই নিরাপত্তাহীনতা। মানুষকে অধিকার আদায় করে নিতে রাস্তায় নামতে হচ্ছে। ডাক্তারদের নিরাপত্তায় বিজেপি পাশে আছে, রাজ্যে থ্রেট কালচার চলছে।'এবার নাড্ডা সফরসূচিতে ছিল বিজেপি নেতা সজল ঘোষের  সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো পরিদর্শন।  উল্লেখ্য, এবার আর জি করের ঘটনার জেরে সন্তোষ মিত্র স্কোয়ার ঝাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে প্রদীপ জ্বেলেই করে দেবীর আবাহন। এই পর্বে রাজ্য়র বিরোধী দলেনতা শুভেন্দু অধিকারী, অভিনেতা রূদ্রনীল ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন অ্য়াসিড আক্রান্ত মহিলারা। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলেই পুজো শুরু করে এবার সন্তোষ মিত্র স্কোয়ার। লাস ভেগাসের স্পিয়রের অনুকরণে এবার মণ্ডপে প্রজোকেশনের মাধ্য়মে ফুটিয়ে তোলা হয় প্রতিবাদও। 


সপ্তমীর সকালে কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। বেলুড় মঠের পুজো দেখে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী পৌঁছন সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পুজো মণ্ডপে। অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এনিয়ে পাল্টা, আক্রমণ শানিয়েছে তৃণমূল। হাতে হাতে জ্বলছে মোবাইলের ফ্ল্যাশলাইট। বাজছে কাঁসর।উলুধ্বনি দিচ্ছেন মহিলারা।সপ্তমীর রাজপথে পায়ে পায়ে মিছিল থেকে মুখে মুখে উঠল বিচারের দাবি। গত পাঁচ দিন ধরে ধর্মতলায় যেখানে, আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, সপ্তমীর সন্ধেয় সেখান থেকেই শুরু হয় 'অভয়া পরিক্রমা'। যা নিয়ে পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। আর এই দ্রোহকালে, যখন অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। গণ-ইস্তফাপত্রে সই করছেন সিনিয়র ডাক্তাররা।তখন, সপ্তমীর সকালে কলকাতায় এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা।


আরও পড়ুন, ষষ্ঠীর পর সপ্তমী, আজও 'অভয়া পরিক্রমা'য় বাধা পুলিশের, গার্ডরেল ভেঙে এগোচ্ছেন আন্দোলনকারীরা..
 
বেলুড় মঠের পুজো দেখে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী পৌঁছন সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা পুজো মণ্ডপে। ঘুরে দেখেন প্যান্ডেল দর্শন করেন প্রতিমা।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী  জে পি নাড্ডা বলেন,'বাংলাতেও ন্যায়ের লড়াই চলবে আর অন্যায়ের দমন হবে। তার বিরুদ্ধে আমরা লড়াই করব, এই আশ্বাস আমি দিচ্ছি।' অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিলেও, জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে কোনও কথা বললেন না কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।