কলকাতা: জুনিয়র ডাক্তারদের নবান্ন থেকে ইমেল। বৈঠকের বার্তা দিয়ে জুনিয়র ডাক্তারদের ইমেল। টানা আন্দোলনের মধ্যেই সরকারের বৈঠকের বার্তা। পারলে আজকেই নবান্নে আসার বার্তা সরকারের। ৩ স্বাস্থ্য কর্তার ইস্তফা চেয়ে ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান।


'সুপ্রিম' নির্দেশ, মুখ্যমন্ত্রীর বার্তার পরেও অনড় জুনিয়র ডাক্তাররা


প্রসঙ্গত, সোমবার ছিল আরজি কর মামলার সুপ্রিম কোর্টে শুনানি।বিকেল ৫টার মধ্যে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে,  গতকাল জানান প্রধান বিচারপতি।   প্রধান বিচারপতি বলেন, 'সকাল বিকাল ৫ টার মধ্যে চিকিৎসকরা কাজে যোগ দিলে, তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য। যদি এর পরেও তাঁরা কাজে যোগ না দেন, তাহলে তাঁদের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়ার সম্ভাবনা থেকে যায়। জুনিয়র চিকিৎসকদের অবশ্যই কাজে ফেরত যেতে হবে। অন্যরা কাজ করছে বলে আমি কাজ করব না এটা যুক্তি হতে পারে না', মন্তব্য প্রধান বিচারপতির। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ, মুখ্যমন্ত্রীর বার্তার পরেও অনড় জুনিয়র ডাক্তাররা। চলে কর্মবিরতি। সিপি পদত্যাগ, নিরাপত্তা ও ভয়ের রাজনীতি বন্ধের দাবি তুলেছেন তাঁরা। 


অবস্থানে অনড় জুনিয়র ডাক্তাররা, নবান্ন থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী


নবান্নের বার্তার পরেই আলোচনায় জুনিয়র ডাক্তাররা। ' ১০জনকে আসার জন্য ইমেল করা হয়েছিল। প্রধান সচিবের মাধ্যমে জুনিয়র ডাক্তারদের ইমেল। এতক্ষণ অপেক্ষা করেছিলেন মুখ্যমন্ত্রী, কোনও বার্তা আসেনি। কোনও জবাব না আসায় সাড়ে ৭টা পর্যন্ত অপেক্ষা করেছিলেন', অবস্থানে অনড় জুনিয়র ডাক্তাররা, নবান্ন থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী। নবান্নের বার্তাতে সাড়া দিলেন না জুনিয়র ডাক্তাররা। দাবি,'এই ইমেল অপমানজনক, ১০জনকে ডাকাটাও অসম্মানজনক। যেভাবে ডাকা হয়েছে, তাতে আন্দোলনকেই অসম্মান।' শেষ অবধি পাওয়া খবরে, অপেক্ষাই সার, নবান্নের বার্তায় সাড়া দিলেন না জুনিয়র ডাক্তাররা। অবস্থানে অনড় জুনিয়র ডাক্তাররা, নবান্ন থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী।


আরও পড়ুন, 'নেতাদের কথায় চলছেন IAS, IPS'রা..' ! RG কর কাণ্ডে এবার কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবকে চিঠি BJP সাংসদের


খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।