কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় (RG kar Medical Collage and Hospital Financial corruption case) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ চারজনে নিজেদের হেফাজতে চাইল না সিবিআই। এর জেরে ওই চারজনকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেলা হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেন বিশেষ আদালতের বিচারক। 


আরও পড়ুন: North Bengal Medical College Protest : ''এটা আমায় কান দিয়ে শুনতে হল'' ছাত্রীকে ধর্ষণের হুমকি, গর্জে উঠলেন নেফ্রলজির অধ্যাপিকা


সিবিআই হেফাজতের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর মঙ্গলবার আলিপুরের বিশেষ আদালতে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় ধৃত সন্দীপ ঘোষ, তার ব্যক্তিগত দেহরক্ষী আফসার আলি ও দুই ভেন্ডারকে হাজির করা হয়েছিল। শুনানির সময় ধৃত ওই চারজনকে আর নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করেননি সিবিআইয়ের আইনজীবী। আদালতকে তিনি জানান, সন্দীপ ঘোষ ও বাকি তিন ধৃতকে যা জেরা করার দরকার ছিল তা করা হয়েছে। তাই এখন নতুন করে আর তারা ওই চারজনকে নিজেদের হেফাজতে রাখতে চাইছেন না। পরে প্রয়োজন হলে ফের ওই চারজনকে সিবিআই হেফাজতে চাওয়ার আর্জি জানানো হবে। 


আরও পড়ুন: RG Kar Doctor Death : সূর্যাস্তের পর পোস্টমর্টেম করতে চাননি টিমের সদস্য, তড়িঘড়ি করেন টালা থানার OCই! বিস্ফোরক চিঠি সামনে


সিবিআইয়ের আইনজীবীর এই বক্তব্য শুনে তাঁকে কার্যত ভর্ৎসনা করেন বিশেষ আদালতের বিচারক। তিনি বলেন, "ভবিষ্যতে রায় কী হবে, তা এখন থেকেই ঠিক করতে চাইছেন? কিন্তু, তখন কী পরিস্থিতি হবে, সেই বুঝে নির্দেশ দেওয়া হবে।


প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রধান অধ্যক্ষ সন্দীপ ঘোষকে যখন আলিপুর আদালতে পেশ করা হচ্ছে তখন ফের তাঁকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেন কিছু মানুষ। এদিকে সিবিআই হেফাজতে না চাওয়ায় আজ বিক্ষোভ দেখানো আলিপুর আদালতের আইনজীবীরা। তাদের এজলাস থেকে বের করার সময় আচমকা বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলা আইনজীবীদের একাংশ। সন্দীপ ঘোষকে লক্ষ্য করে জুতোও ছোঁড়া হয়। এর ফলে আদালতের এজলাস থেকে তাদের বের করতে পারা যাচ্ছিল না। অভিযুক্তদের ঘিরে ধরে চোর চোর স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন আলিপুর আদালতের মহিলা আইনজীবীদের একাংশ। পরে কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে সন্দীপ ঘোষ সহ বাকিদের আদালত থেকে বের করে নিয়ে আসা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দেয় আলিপুর আদালতে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Kolkata News: উল্টোডাঙাগামী চলন্ত বাসে 'শ্লীলতাহানি', তিলোত্তমায় ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা