কলকাতা: আরজি কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় কলকাতা পুলিশের হাতে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আজ ফের আদালতে পেশ করা হবে। শিয়ালদা আদালত চত্ত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আর জি কর-কাণ্ডের তদন্তভার নেওয়ার পর ইতিমধ্যেই সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করেছে CBI. তাকে শিয়ালদা আদালতে তোলার আগে এদিন বিক্ষোভ দেখায় বাংলাপক্ষ। সংগঠনের তরফে দেওয়া হয় স্লোগান। 


RG কর কাণ্ডে ধৃত সঞ্জয়কে আজ আদালতে পেশ


আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় বৃহস্পতিবার শিয়ালদার ACJM-কে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের জন্য় CBI যে আবেদন করেছে তা নিয়ে শুক্রবারের মধ্য়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। তবে শুধু ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ই নয়, আরও পাঁচজনের পলিগ্রাফ টেস্ট করাতে চায় সিবিআই। আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ এবং ঘটনার দিন রাতে যে চারজন চিকিৎসক পড়ুয়া ছিলেন, তাঁদেরও পলিগ্রাফ টেস্ট করানোর জন্য় আদালতে আবেদন করেছে CBI। শুক্রবার এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন বিচারক।


CGO কমপ্লেক্সে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল


তরুণী চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার চেয়ে আজ CBI অফিসে যাচ্ছেন আর জি কর মেডিক্যালের প্রতিবাদী ডাক্তারি পড়ুয়ারা। দুপুরে সল্টলেকের CGO কমপ্লেক্সে CBI-এর আঞ্চলিক অফিসে যাবে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি দল। CBI তদন্তভার হাতে নেওয়ার পর ১০ দিন পার। কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন প্রতিবাদী চিকিৎসকদের একাংশ। CBI কী করছে? কেন এখনও দোষীদের গ্রেফতার করা গেল না? এমন একাধিক প্রশ্ন তুলে গত বুধবারই CGO-র সামনে থেকে প্রতীকী প্রতিবাদ জানিয়ে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন ডাক্তারবাবুরা। দ্রুত বিচার চেয়ে এবার CBI অফিসে যাচ্ছেন প্রতিবাদী চিকিৎসকরা ।  


আরও পড়ুন, প্রাথমিক টেটে '৪৭ টি প্রশ্ন ভুল' ! মামলায় এবার 'বিশেষ কমিটি' হাইকোর্টের..


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।