কলকাতা: আরজি কর কাণ্ডে CBI-এর নজরে ফোন রেকর্ড। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সিবিআইয়ের স্ক্যানারে আরজি কর মেডিক্যাল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ফোন রেকর্ড। সূত্রের খবর, সন্দীপ ঘোষের ফোন রেকর্ড খতিয়ে দেখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়াও সূত্রের খবর, RG কর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবারের অভিযোগের ভিত্তিতেও চলবে জিজ্ঞাসাবাদ। সেমিনার হলের পাশে দেওয়াল কেন ভাঙা হয়েছিল, জানতে চায় CBI, কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, ধৃত সঞ্জয় রায়ের মানসিক স্বাস্থ্য বিচার করতে আনা হয়েছে দুই মনস্তত্ত্ববিদকে। 


সিবিআই আরজি কর কাণ্ডের তদন্তভার নেওয়ার পরেই তলব করে আরজি কর মেডিক্যাল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। রবিবার মিলিয়ে পরপর মোট ৩ বার তলব করা হয় তাঁকে। এর আগে শুক্রবার প্রাক্তন অধ্যক্ষকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবার RG কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে ১৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে CBI। অর্থাৎ গত দু’দিনে প্রায় ২৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে সন্দীপ ঘোষকে। তারপরে ফের রবিবার তাঁকে সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। আজ সকাল ১০টা বেজে ৪০ মিনিট নাগাদ সেখানে পৌঁছন সন্দীপ ঘোষ। এদিন সিজিও কমপ্লেক্সে যাওয়ার সময় বাড়ির সামনে থেকে গাড়িতে ওঠার সময় তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কি সিবিআইয়ের সঙ্গে ঠিকমতো সহযোগিতা করছেন না? সেই কারণেই কি বারবার তাঁকে ডাকা হচ্ছে? তাঁকে আরও প্রশ্ন করা হয়েছিল সেমিনার হল সংলগ্ন এলাকায় দেওয়াল কেন ভাঙা হল। এদিন কোনও প্রশ্নের উত্তর দেননি সন্দীপ ঘোষ। বরং মেজাজ হারান তিনি। দ্রুত গাড়িতে উঠে দরজা বন্ধ করে দেন। তখনই সম্ভবত সেখানে উপস্থিত কারও ছাতা আটকে যায় দরজায়। সেকথা একজন জোরে বলে উঠতেই, গাড়ির দরজা খুলে ফের তা বন্ধ করে দেন সন্দীপ ঘোষ। তারপর তাঁর গাড়ি দ্রুত বেরিয়ে যায়। এরপর CGO কমপ্লেক্সে পৌঁছে এক দৌড়ে ঢুকে যান ভিতরে।       


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন:  'ভুল তথ্য দিয়েছেন', আরজি কর কাণ্ডে TMC সাংসদকে আজ বিকেলেই লালবাজারে তলব