ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: আর জি কর কাণ্ডে পুলিশ কমিশনারের গ্রেফতারি দাবি সুখেন্দুশেখর রায়ের। তীব্র আপত্তি জানিয়ে পাল্টা পোস্ট কুণাল ঘোষের। তারপরেই তৃণমল সাংসদকে তলব করল কলকাতা পুলিশ। আজ বিকেলেই লালবাজারে হাজিরার নির্দেশ


আর জি কর কাণ্ডে সিপি-র গ্রেফতারি দাবি করেছিলেন সুখেন্দুশেখর রায়। লিখেছিলেন, 'সন্দীপ ঘোষ ও সিপি-কে গ্রেফতার করে জেরা করুক সিবিআই'। গতকাল গভীর রাতে সোশাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেন তৃণমূল সাংসদ।


কেন তলব?
স্নিফার ডগ নিয়ে ভুল তথ্য দিয়েছেন সুখেন্দুশেখর রায়। ৯ ও ১২ অগাস্ট পাঠানো হয়েছিল স্নিফার ডগ। ভুল তথ্য দেওয়ার জন্যই তলব সুখেন্দুশেখরকে, দাবি পুলিশের। কলকাতা পুলিশ জানিয়েছে, ৯অগাস্ট স্নিফার ডগ যায় ঘটনাস্থলে। তারপরে আবার ১২ অগাস্টও যায়।


কী বলেছিলেন সুখেন্দু শেখর?
সিবিআইয়ের কাছে সিপির গ্রেফতারি চেয়ে পোস্ট করেছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। লিখেছিলেন, 'সিপি, প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই। কারা আত্মহত্যার কথা রটিয়েছিল, কেন ৩দিন পরে ঘটনাস্থলে স্নিফার ডগ? কেন দেওয়াল ভাঙা হল?' সেমিনার রুমের উল্টোদিকের ঘর ভাঙা নিয়েও প্রশ্ন করেন তিনি। 'এরকম শতাধিক প্রশ্ন আছে, ২জনকে গ্রেফতার করে জেরা করুক সিবিআই',  আর জি কর কাণ্ডে সোশাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেছিলেন তৃণমূল সাংসদ। কাদের প্রশ্রয়ে 'রায়' এত প্রভাবশালী? জানতে চেয়েছিলেন সুখেন্দুশেখর রায়।

দলের সাংসদের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন কুণাল ঘোষ। তীব্র আপত্তি জানিয়ে পাল্টা পোস্ট করে কুণাল ঘোষ লেখেন, 'আমিও আর জি কর কাণ্ডের বিচার চাই। কিন্তু সিপি-কে গ্রেফতারি দাবির তীব্র বিরোধিতা করছি। খবর পাওয়ার পর তিনি সাধ্যমতো চেষ্টা করেছেন। ব্যক্তিগত ভাবে সিপি সদর্থক তদন্ত করেছেন। আমার সিনিয়র নেতার থেকে এই ধরনের পোস্ট দুর্ভাগ্যজনক।' যদিও সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে সুখেন্দুশেখর জানিয়েছেন যে তিনি নিজের বক্তব্যে অনড়।


আরজিকর কাণ্ড নিয়ে পোস্ট করার জন্য এর আগে চিকিৎসক কুণাল সরকার এবং চিকিৎসক সুবর্ণ গোস্বামীকেও তলব করেছে লালবাজার। দুই চিকিৎসকই জানিয়েছেন তাঁরা আইনি পরামর্শ নেবেন। ওই দুই চিকিৎসকের বিরুদ্ধে কলকাতা পুলিশের অভিযোগ যে তাঁরা নির্যাতিতার পরিচয় প্রকাশ্যে এনেছেন, ভুয়ো তথ্য দিয়েছেন। দুই চিকিৎসকই অভিযোগ অস্বীকার করেছেন। কুণাল সরকারের দাবি, তিনি মুখ খুলে নিজের মত ব্যক্ত করুন এটা চাওয়া হয়নি বলেই এই তলব।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: জল্পনাই সত্যি হল, বাতিল হল ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডুরান্ড কাপ ডার্বি