কলকাতা: সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিও পোস্ট করার পর থেকেই শুরু হয়েছিল ট্রোলিং। শুধু কি ট্রোলিং, তাঁকে নিয়ে মিম পর্যন্ত আঁকা হয়ে গিয়েছিল। অবশেষে, ফের একবার নিজের ভাইরাল হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। কী বললেন অভিনেত্রী? 


আরজি করের চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় প্রথমে মুখ খোলেননি রচনা, আর সেই থেকেই শুরু হয়েছিল তাঁকে নিয়ে তরজা। সোশ্যাল মিডিয়ায় 'লাপতা লেডিজ়' বলে তাঁকে কটাক্ষও করা হয়েছিল। তবে অবশেষে এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন রচনা। সেখানে তিনি দাবি জানান চিকিৎসক খুনের ন্যায়বিচারের। কথা বলতে গিয়ে রচনার চোখে জল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও নিয়েই শুরু হয়েছে ট্রোলিং। একে কুম্ভিরাশ্রু বলে কটাক্ষও করা হয়েছে। এবার সেই বিষয় নিয়ে মুখ খুললেন রচনা। 


তদন্ত সম্পর্কে রচনা বলেন, 'অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা। আমরা এর সুবিচার চাই। সেটা দিদিও বলেছেন, সেই কারণে রাস্তাতেও নেমেছিলাম আমরা। দিদি রবিবার পর্যন্ত সময় দিয়েছেন। কেসটা এখন সিবিআইয়ের আন্ডারে। দিদি তো বলেছিলেন তাঁর হাতে থাকলে অবশ্যই সুবিচার দিতেন। কিন্তু কেসটা সিবিআইয়ের হাতে। এবার সিবিআইকে উত্তর দিতে হবে।' এরপরে তাঁর ভিডিও নিয়ে ট্রোলিংয়ের বিষয়ে রচনা বলেন, 'যাঁরা বোঝে না তাঁরাই এই নিয়ে ট্রোলিং করেছে। তারা জানে না মানুষ যখন কোনও বিষয়ে ভাবনাচিন্তা করে কথা বলে, তখন মানুষের চোখ দিয়ে জল বেরিয়ে আসে। সবচেয়ে বড় কথা এত দুর্ভাগ্যজনক, নিন্দনীয় একটা ঘটনা ঘটেছে, তাতে রাজনীতির রঙ লাগানো হচ্ছে। বিজেপি, সিপিএম কোমর বেঁধে সবাই উঠে পড়ে লেগেছে কে কী করছে। এটা না করে যদি আমরা সুবিচারের জন্য দৌড়োই, সেটা ভাল হবে। মেয়েটির বাবা মায়ের পাশে দিয়ে দাঁড়াই সেটা খুব ভাল হবে। রচনা বন্দ্যোপাধ্যায় চোখের জল ফেলল কি না, ঋতুপর্ণা সেনগুপ্ত কীভাবে শঙ্খ বাজাল সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবে না। এটা আপনাদের শোভা পায় না। আপনাদের তো চোখের জল পড়ছে না। আপনারা শুধু গলাবাজি করছেন। গলাবাজি করে সুবিচার পাওয়া যায় না মনে রাখবেন।'


আরও পড়ুন: Srijit Mukherjee: 'আমার মা চিকিৎসক, দিনের পর দিন নাইট-ডিউটি করেছেন, সেমিনার রুমে ঘুমিয়েছেন', বলছেন সৃজিত


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।