সৌরভ বন্দ্যোপাধ্যায়, ভদ্রেশ্বর: দুর্গাপুজো যত এগিয়ে আসছে ততই RG কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান (State government Puja donation) অস্বীকার করা পুজো কমিটিগুলির সংখ্যা বাড়ছে। দীর্ঘ হচ্ছে অনুদান প্রত্যাখানের তালিকা। এবার তাতে নাম লেখালো হুগলি জেলার ভদ্রেশ্বরের বাবুর বাজার বারোয়ারী (Bhadreswar Babur Bazar Puja Committee)। আনন্দ উৎসব বাদ দিয়ে শুধুমাত্র নিয়ম মেনে খুব সাধারণ ভাবে তারা পুজো করবে বলে জানিয়েছে।
এর আগে হুগলি জেলার উত্তরপাড়ার তিনটি, কোন্নগরের তিনটি, শ্রীরামপুরের দুটি ও বৈদ্যবাটির একটি পুজো কমিটি রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান নেবে না বলে জানিয়ে ছিল। এবার সেই তালিকায় সংযোজন হল ভদ্রেশ্বরের বাবুর বাজার বারোয়ারী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৭৯ বছর আগে শুরু হওয়ায় এই পুজো নিরবিচ্ছিন্ন ভাবে হয়ে আসছে। গতবার সরকারি অনুদানের ৭০ হাজার টাকা নিয়েছিল পুজো কমিটি। কিন্তু, এবার আরজি কর ঘটনার প্রতিবাদে তারা সরকারি অনুদান নেবে না এই মর্মে চন্দননগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে বাবুর বাজার বারোয়ারি।
এপ্রসঙ্গে পুজো কমিটির কার্যকরী সভাপতি অশোক ঘোষ বলেন, "আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে দেশে-বিদেশে একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকারি অনুদান নেব না। কোনও আনন্দ উৎসব করব না। ধর্মের অনুষ্ঠান ধর্মীয় ভাবে পালন করব। এলাকার মানুষকে সংগঠিত করে সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে। অনুদান প্রত্যাখ্যান করাতে এলাকার মানুষ আমাদের সাধুবাদ জানিয়েছেন। এমনকী অনেকেই আগে যা চাঁদা দিতেন তার দ্বিগুণ চাঁদা দিচ্ছেন।"
ওই পুজো কমিটির এক সদস্যা দেবান্বীতা হালদার বলেন, "পুজো করতে হবেই,তাই করা। তবে কোনও উৎসবে থাকছি না। আমিও একজন মেয়ে তাই এই প্রতিবাদকে সাধুবাদ জানাচ্ছি।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।