কলকাতা: RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের (RG Kar Doctor Death protest) ঘটনার প্রতিবাদে ১০ দফা দাবিতে শনিবার থেকে ধর্মতলায় (Dharmatala) রিলে আমরণ অনশনে (Relay Hunger strike) বসেছেন বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা। এই রিলে অনশনে যোগ দিয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। প্রথমে এই রিলে অনশনে যোগ না দেওয়া আরজি কর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা যোগ না দেওয়ায় বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছিল। শুরু হয়েছিল নানা জল্পনা। কিন্তু, সেই সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়ে রবিবার রাতে জুনিয়র চিকিৎসকদের এই আমরণ অনশন কর্মসূচিতে যোগ দিলেন আরজি কর মেডিক্যালের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোও। 


এপ্রসঙ্গে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসক দেবাশিষ হালদার বলেন, "জুনিয়র চিকিৎসকদের এই রিলে অনশনে যোগ না দেওয়ার কারণে বিভিন্ন মহল থেকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে নানা বিভ্রান্তিমূলক কথা বার্তা রটানো হচ্ছিল। সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আমরাও এই রিলে অনশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আরজি কর মেডিক্যাল কলেজের প্রতিনিধি হিসেবে এই আমরণ রিলে অনশনে যোগ দিচ্ছেন অনিকেত মাহাতো।"


প্রসঙ্গত উল্লেখ্য, আরজি কর কাণ্ডের প্রতিবাদে শনিবার থেকে ধর্মতলায় আমরণ অনশনে বসে ছিলেন বিভিন্ন মেডিক্যাল কলেজের ৬ জন চিকিৎসক। রবিবার রাতে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরফ থেকে আজ এই আমরণ অনশনে যোগ দেওয়ার কথা জানালেন অনিকেত মাহাতো। এর ফলে অনশনরত চিকিৎসকদের সংখ্যা বেড়ে দাঁড়াল সাতজনে। 


প্রসঙ্গত উল্লেখ্য, আরজি কর কাণ্ডে বিচার চেয়ে ধর্মতলায় আমরণ অনশন শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। স্বচ্ছতা বজায় রাখার জন্য জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে বসানো হল ক্লোজ সার্কিট ক্যামেরা। জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, 'দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন আন্দোলন চলবে'। ১০ দফা দাবি আদায়ে সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে এই রিলে অনশন শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে অনশনের যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন সিনিয়র চিকিৎসকরাও। রিলে অনশনের সিদ্ধান্ত নিয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরর্স। রবিবার এই বার্তা নিয়ে জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে যান সিনিয়র চিকিৎসকরাও।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।