কলকাতা: সিবিআই দফতর সিজিও কমপ্লেক্সে তৃণমূল নেতা কুণাল ঘোষ। আজ সকালে হঠাৎই তিনি পৌঁছে যান সিবিআই দফতরে। সূত্রের খবর, তিনি জানিয়েছে আরজিকর সংক্রান্ত কিছু তথ্য রয়েছে। যা কোনও পড়ুয়া বা কোনও ট্রেনি বা প্রাক্তনী কারও তথ্য হতে পারে। তিনি জানিয়েছেন, জুনিয়র ডাক্তারদের দেওয়া তথ্য এগুলি। কুণাল ঘোষের দাবি, জুনিয়র ডাক্তাররাই তাঁর সঙ্গে যোগাযোগ করে তথ্য তুলে দিয়েছেন।
কলকাতা পুলিশকে দেননি কেন? উত্তরে কুণাল ঘোষ বলেন, 'যদি কলকাতা পুলিশের হাতে থাকত, তাহলে ওদের দিতে বলত। এখন তো সিবিআইয়ের হাতে রয়েছে। ওরা বলল আমরা তো এমনি গিয়ে দিতে পারি না। আপনাদের যাতায়াত রয়েছে। আপনিই দিয়ে দিন।' কুণাল ঘোষ জানান, জুনিয়র ডাক্তাররা কিছু জরুরি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন তাঁর। তিনি মেডিক্যাল বিষয় পুরোটা বোঝেননি। এর মধ্যেই আরজি করে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যায়। কুণাল ঘোষ জানান, এরপর তাঁরা আবার যোগাযোগ করেন। কুণালের দাবি, 'তাঁরা বলেন তাঁদের ডাকবে না, তাঁরা এই হত্যার ত্রিসীমানায় নেই। তাও কিছু প্রেক্ষিত থাকতে পারে জুনিয়র ডাক্তারদের বক্তব্য এসে দেওয়া অসুবিধা। যদি এই তথ্যে কিছু থেকে থাকে তাহলে কন্ট্যাক্ট দেওয়া আছে, তাঁরা সহযোগিতা করতে প্রস্তুত। আমি এই তথ্য তো পরখ করিনি। আমি সিবিআইকে দিতে চাইব, যদি নিতে চান দিয়ে দেব। নয়তো ফেরত নিয়ে যাবে।' জুনিয়র ডাক্তাররা এমন কোনও তথ্য দিয়েছেন যা কোনওরকম গাফিলতি সংক্রান্ত হতে পারে, এমনটাই জানিয়েছেন কুণাল ঘোষ। তবে এই তথ্য সন্দীপ ঘোষের বিষয় কিনা অথবা কোনও দুর্নীতি সংক্রান্ত তথ্য কি না তা নিয়ে কিছুই বলতে চাননি কুণাল ঘোষ। ওই ডাক্তাররাই চেয়েছেন এই তথ্যপ্রমাণ সিবিআইয়ের হাতে দেওয়া হোক যেহেতু এখন মামলা সিবিআইয়ের হাতে রয়েছে, জানিয়েছেন কুণাল ঘোষ। আদৌও এই তথ্য সিবিআইয়ের কোনও কাজে আসবে কিনা, এই মামলার সঙ্গে কোনওরকম ভাবে জড়িত কি না তা বলবে সময়।
'কেউ তদন্তে সহযোগিতা করতে চাইলে করতেই পারেন। এই তথ্য আরও আগে দিলে ভাল হতো। তদন্তে সাহায্য হলে স্বাগত', জানাচ্ছেন আন্দোলনরত চিকিৎসক অনিকেত মাহাতো।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: RG কর কাণ্ডের মাঝেই মালদায় হাসপাতালে আক্রান্ত ডাক্তার-নার্স, গ্রেফতার TMC নেতা