সন্দীপ সরকার, অনির্বাণ বিশ্বাস, সৌমিত্র রায়, কলকাতা : আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এবার নতুন মোড়। ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় কি একা এই ঘটনার সঙ্গে জড়িত? না তার সঙ্গে আরও আরও কেউ আছে? এই প্রশ্ন যখন নানা মহল থেকে জোরালোভাবে তোলা হচ্ছে, তখন এই ভাইরাল অডিও ঘিরে এই প্রশ্নও বড় হয়ে উঠে এল যে আরজিকর কাণ্ডে কি কোনও বিশেষ কাউকে আড়াল করার চেষ্টা করছে প্রভাবশালী মহল? এক অডিও ক্লিপে চাঞ্চল্য ছড়াল। 


চাঞ্চল্যকর ভাইরাল অডিওটি পোস্ট করেছেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এই অডিওতে ২ ব্যক্তির মধ্য়ে কথোপকথন হচ্ছে। তারমধ্যে একজন নিজেকে আরজিকর মেডিক্য়াল কলেজের ইন্টার্ন হিসেবে পরিচয় দিচ্ছেন। আর এই কথোপকথনে যা উঠে এসেছে তা বিস্ফোরক বললেও কম বলা হবে। 


ওই ভিডিওতে একজনকে বলতে শোনা যাচ্ছে, আরজি করের গোটা আন্দোলনটা পুরোটাই মেকি, ওটা অধ্য়ক্ষই চালাচ্ছে এবং অধ্য়ক্ষের যারা শাগরেদ তারাই চালাচ্ছে।  কালকে একটা ভিডিও এসেছে যে একটা সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে। ওটা একটা বলির পাঁঠা ছিল। সেটা সঙ্গে সঙ্গে আমরা তুলে ধরেছি।


সেখানে আরও শোনা যায়, কর্তৃপক্ষ ভেবেছিল, ওটাতে আমরা ভুলে যাব। কিন্তু, ওরা তো জানে না অন্তত সেইটুকু বুদ্ধি তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। পোস্টমর্টেম রিপোর্টে যেরকম আঘাত আছে দিদির,একজনের কাজ তো নয়, কমপক্ষে দুই বা তিন জন। 


এরপরই ওই কণ্ঠের চাঞ্চল্যকর দাবি, অনুমান করছি এটা এক ইন্টার্নের কাজ , যাঁর রাজনৈতিক ব্য়াকগ্রাউন্ড আছে। তাঁর পরিবারের সদস্য়রাও যথেষ্ট উচ্চপদস্থ , নাম নিতে পারব না।  আমারই সমস্য়া হয়ে যাবে। 


তাহলে কি আরজি কর মেডিক্য়াল কলেজে মহিলা চিকিৎসককে নৃশংসভাবে খুন ধর্ষণের ঘটনায় কোনও বিশেষ কাউকে আড়াল করার চেষ্টা প্রভাবশালী মহল? করা হলে তিনি কে? কারা তাঁকে আড়াল করার চেষ্টা করছেন? আরও একটি ভাইরাল অডিও ক্লিপে এক মহিলাকে বলতে শোনা গিয়েছে, 'ও কিছু করেনি। এটা আমরাও জানি...আর ঝেড়ে কাশলে অনেক কিছুই বেরোবে।'  


তাহলে কে, নেপথ্যে কে ? শুধু কি সঞ্জয় নয়? আরও কেউ ? তার নাম কি আদৌ আসবে সামনে ? তারই অপেক্ষায় বাংলার মানুষ। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।