কলকাতা : চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে যত তীব্র হয়েছে আন্দোলন, ততই জোরালো হয়েছে আর জি কর মেডিক্যাল ( R G Kar Medical College ) কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবি। আর সেই ক্রমবর্ধমান চাপের মুখেই সোমবার আর জি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। ইস্তফা দিয়ে তিনি দাবি করেছলেন, 'তিনদিন ধরে সামাজিক মাধ্যমে আমি যে কটূক্তি সহ্য করেছি, আমার পরিবার যে যন্ত্রণা সহ্য করেছে, আমার ছোট ছোট দুটো বাচ্চা যা সহ্য করেছে, তাতে বাবা হিসেবে আমি লজ্জিত'। কিন্তু এরপর কয়ের ঘণ্টা পেরোয়নি, সন্দীপ ঘোষ ফের বহাল অধ্যক্ষ পদে, এবার ন্যাশনাল মেডিক্যাল কলেজে। যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে গর্জে উঠেছে মেডিক্যাল পড়ুয়া , ইন্টার্ন ও জুনিয়র চিকিৎসকরা, সেই সন্দীপ ঘোষকেই ফের প্রিন্সিপাল পদ দেওয়া হল। আর তাতেই বেজায় ক্ষুব্ধ ন্যাশনাল মেডিক্যাল কলেজের পড়ুয়ারা।
RG কর মেডিক্যাল কলেজ থেকে পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে বসানো হয় সন্দীপ ঘোষকে। তাই নিয়ে সোমবার থেকেই উত্তাল হয়েছে ন্যাশনাল মেডিক্যাল কলেজ। অন্যদিকে তাৎপর্যপূর্ণভাবে এবারও আরজি কর মেডিক্যালের পদত্যাগী অধ্যক্ষের পাশে দাঁড়িয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি সোমবারই বলেন, 'আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন। বলছিলেন, আমার বাড়িতেও তো বাচ্চারা আছে। যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাঁকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়।' এরপরই তাঁকে ন্যাশনাল মেডিক্যালে সরানো হয়।
সোমবার সন্ধেবেলা ন্যাশনাল মেডিক্যালের আন্দোলনকারী পড়ুয়ারা প্রশাসনিক ভবনের মূল গেটে তালা লাগিয়ে দেন। এই ভবনের একতলায় অধ্যক্ষের ঘর। এরপর রাত পাহারা দেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের পড়ুয়া-চিকিৎসকরা। অধ্যক্ষের ঘরে ঢোকার গেটে সকালেও ঝুলিয়ে রাখা হয়েছে ‘সন্দীপ ঘোষ ফিরে যাও’ লেখা পোস্টার। ন্যাশনাল মেডিক্যাল আমাদের ঘরবাড়ি, এখানে সন্দীপ ঘোষকে ঢুকতে দেওয়া হবে না, দাবিতে অনড় পড়ুয়া-চিকিৎসকরা। আন্দোলনকারীদের দাবি, 'সন্দীপ ঘোষ শুধুমাত্র আরজি করের অধ্যক্ষ হিসেবে ব্যর্থ নয়, তিনি অধ্যক্ষ হিসেবেই ব্যর্থ। তাহলে তিনি যদি আরজি করের অধ্যক্ষ না থাকেন, তাহলে অন্য যে কোনও কলেজের অধ্যক্ষ পদেই বা কীভাবে থাকবেন?'
এখন দেখার মঙ্গলবার এনআরএসে কাজে যোগ দিতে এলে আদৌ সন্দীপ ঘোষ অধ্যক্ষের ঘরে ঢুকতে পারেন কি না।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।