প্রদ্যুৎ সরকার, নদীয়া: এবার যাত্রীবাহী বাস থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, ঘটনায় গ্রেফতার ৪। ঘটনাটি ঘটেছে নদীয়ার চোপড়ায়। পুলিশ সূত্রের খবর, চাপড়া থানার এলেম নগর এলাকার কৃষ্ণনগর-করিমপুর রুটের একটি যাত্রীবাহী বাসে গাঁজা পাচার করা হচ্ছে, এই খবর গোপন সূত্রে আগেই ছিল পুলিশের কাছে। সেই মতো, চাপড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিন্দ্য মুখোপাধ্যায় তল্লাশি শুরু করেন। একটি বাসের বাঙ্কার থেকে প্রথমে একটি বাদামের ব্যাগ ও একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। এরপরে, সেই ব্যাগ ও বস্তা থেকেই বেরোয়, প্যাকেটে মোড়া ১৪০ কেজি গাঁজা। 


ঘটনায় গ্রেফতার করা হয় চার জনকে । ধৃতদের নাম সাধু মণ্ডল,ইসফিল মণ্ডল, অভিজিৎ বিশ্বাস ও রথীন কুণ্ড। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে ধৃতকে বুধবার আদালতে পেশ করবে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, করিমপুর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই এই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল। উন্নতমানের গাঁজার এই প্যাকেটগুলি যাত্রীবাহী বাসে আনা হচ্ছিল। পুলিশ সূত্রে খবর,উদ্ধার হওয়ার গাঁজার আনুমানিক বাজার মূল্য ১৪ লক্ষ টাকা।


অন্যদিকে আজ কলকাতায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পুজোর আগেই মায়ের কোল খালি। সকালবেলা পড়তে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল স্কুল ছাত্র। কিন্ত যাওয়া হল না পড়তে। মহালয়ার সকালে বাঁশদ্রোণীতে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল ছাত্রকে পিষে মারল জেসিবি। মহালয়ার সকালে পড়তে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল ওই ছাত্র। পায়ে হেঁটেই সে যাচ্ছিল পড়তে। তবে সেই সময়ে রাস্তা সারাইয়ের কাজ চলছিল কলকাতা পুরসভার ১১৩ নম্বর ওয়ার্ডে। সেই সময়ে জেসিবির সামনের বেরিয়ে থাকা অংশ দিয়ে হঠাৎ ওই ছাত্রকে সামনে থাকা গাছের সঙ্গে পিষে দেয় গাড়িটি। অসতর্কতার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। ওই ছাত্রকে ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরেই এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে। অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন থেকে রাস্তা খারাপ। পুজোর মুখে তাড়াহুড়ো করে রাস্তা সারাইয়ের কাজ চলছিল। তার ফলেই এই দুর্ঘটনা। এলাকার মানুষের অভিযোগ, স্থানীয় কাউন্সিলরকে ঘটনাস্থলে আসতে হবে। ঘটনাস্থলেই জেসিবি আটকে রেখে ভাঙচুর চালান স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ এসেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও উত্তপ্ত হয়ে রয়েছে ঘটনাস্থল।


আরও পড়ুন: Kolkata Accident News: মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল ছাত্রকে পিষে দিল জেসিবি, ঘটনাস্থলেই মৃত্যু


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।