কলকাতা: আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই উত্তাল রাজ্য-রাজনীতি (RG Kar Doctors Death Mystery)। প্রতিবাদের ঢেউ রাজ্য পেরিয়ে সারা দেশ তথা বিদেশেও। আরজিকরে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় এবার মুখ্যমন্ত্রীকে জোর নিশানা করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ( BJP IT Cell Chief Amit Malviya)। 


এদিন মালব্য সোশাল মিডিয়ায় পোস্ট করে বলেন, 'বাংলায় মেয়েদের জীবনের কোনও মূল্য নেই। অসংখ্য খুন হয়, অথচ কেউ কিছুই জানে না। অভিযোগ যাতে না হয়, তা নিশ্চিত করে বাংলার পুলিশ। পুরো বিষয়টি চাপা পড়ে যায় কার্পেটের নীচে। যদিও কেউ প্রতিবাদ করে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ছোট ঘটনা। অথবা নির্যাতিতার চরিত্র হনন করেন মমতা বন্দ্যোপাধ্যায়', বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর।


প্রসঙ্গত, রাজ্যে এর আগেও একাধিক ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদিয়া-সহ বাংলার একাধিক জেলায় উঠে এসেছে অভিযোগ। বিরিয়ানির লোভ দেখিয়ে ধর্ষণ করে শিশু কন্যাকে খুনের ঘটনাও ঘটেছে এই মহানগরের বুকেই। তবে আরজিকর কাণ্ডের মাঝে বিরোধী দলের মুখে বারবার ফিরছে অতীতের আরও একটি নৃশংস ঘটনা। বিতর্কিত সেই ঘটনাটি হল হাঁসখালির ধর্ষণ ও হত্যাকাণ্ড। যে ঘটনায় চরম বিতর্কে জড়িয়ে ছিল শাসকদল।  


আর জি কর মেডিক্যালে চিকিৎসক ধর্ষণ-খুনের মামলা কলকাতা হাইকোর্ট থেকে গিয়েছে সুপ্রিম কোর্টে। CBI এই মামলায় স্টেটাস রিপোর্ট দেবে সুপ্রিম কোর্টকে। আর জি কর মেডিক্যালে নিরাপত্তার দায়িত্ব CISF-কে দিয়েছে সুপ্রিম কোর্ট। ভয়াবহ ঘটনা, বীভৎস ঘটনা। শুনানিপর্বে মন্তব্য প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের। বৃহস্পতিবারের মধ্যে সুপ্রিম কোর্টে তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে CBI-কে। ওই দিনই মামলার পরবর্তী শুনানি।


আরও পড়ুন, দিদি-র তৈরি নিরাপদ শহরে আরও এক নির্ভয়ার করুণ পরিণতি : বিস্ফোরক সুকান্ত মজুমদার


আর জি কর-কাণ্ডে পুলিশের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। স্বাধীনতা দিবসের মধ্যরাতে আর জি কর মেডিক্যালে ভাঙচুরের ঘটনায়, বৃহস্পতিবারের মধ্যে রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট। চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের আবেদনও জানিয়েছে সর্বোচ্চ আদালত। আন্দোলনকারী চিকিৎসকদের আশ্বস্ত করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, তাঁদের উদ্বেগের জায়গাগুলি সর্বোচ্চ আদালত সর্বাধিক গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


বিস্তারিত আসছে...