কলকাতা: আর জি কর-কাণ্ডে এবার লালবাজারে সিবিআই। তদন্ত শুরুর পরে প্রথমবার লালবাজারে সিবিআই। সূত্র মারফত খবর, পুলিশের তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলবে সিবিআই। সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের জন্য আদালতে আবেদন সিবিআইয়ের। তথ্য গোপন করছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার, সন্দেহ সিবিআইয়ের। ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের জন্য শিয়ালদা কোর্টে আবেদন। 


 গত বৃহস্পতিবারের পর, সোমবার আরজি কর মেডিক্যাল কলেজের নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে যায় সিবিআইয়ের টিম। ৯ অগাস্ট, ভোরবেলা, আর জি কর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসদের রক্তাক্ত মৃতদেহ। তার আগে ৮ই অগাস্ট রাতে এই কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ারের গতিবিধি কী ছিল? CBI সূত্রে খবর, ৮ অগাস্ট রাত থেকে ৯ই অগাস্ট ভোরবেলা পর্যন্ত, আর জি কর হাসপাতালে মোট তিনবার এসেছিল অভিযুক্ত সঞ্জয় রায়। 


সিবিআই সূত্রে খবর, প্রথম ঢুকেছিল সন্ধে ৬টায়। তবে, সেই সময় সে একা নয়, তার সঙ্গে ছিল সৌরভ নামে আরেক সিভিক ভলান্টিয়ার। CBI সূত্রে খবর,দ্বিতীয়বার সঞ্জয় হাসপাতালে ঢোকে রাত ১১টায়। যায় চেস্ট মেডিসিন বিভাগে। তখন সে একাই ছিল। CBI সূত্রে খবর, CCTV-র সূত্র ধরে, জানা যাচ্ছে, তৃতীয়বার তাকে চেস্ট মেডিসিন বিভাগেই ঢুকতে দেখা যায়, ভোর ৪টে ৩ মিনিটে। তারপরের নারকীয় ঘটনার কথা সকলের জানা। এখানেই প্রশ্ন উঠছে, তবে কি রেকি করতে গেছিল সঞ্জয়? 


পুলিশ সূত্রে খবর, আর জি কর আউটপোস্টে কর্মরত সিভিক ভলান্টিয়ারের সংখ্য়া ২৭। কিন্তু, সঞ্জয় এই হাসপাতালে কর্মরত ছিল না। কিন্তু তা সত্ত্বেও কীভাবে আর জি কর মেডিক্য়াল কলেজে সঞ্জয়ের অবাধ বিচরণ? সূত্রের খবর, হাসপাতালের নার্সিং স্টাফ, নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন সঞ্জয়ের পূর্ব পরিচিত ছিল।


আরও পড়ুন, RG Kar কাণ্ডের প্রতিবাদে কালো ফিতের রাখি, রোগীর পরিবারকেও 'পাশে' থাকার বার্তা চিকিৎসকদের


শুধু তাই নয়, বিভিন্নসময় বিভিন্নভাবে চিকিৎসক, জুনিয়র ডাক্তারদের কাজ করে দিত সঞ্জয়। তাই কর্মরত না হওয়া সত্ত্বেও যখন খুশি হাসপাতালের যে কোনও জায়গায় সে যেতে পারত। এদিকে, CBI সূত্রে দাবি, জেরায় তথ্য় গোপন করছে সঞ্জয়। বেশিরভাগ প্রশ্নের উত্তরেই মুখ বন্ধ রাখছে সঞ্জয়। তার জবাব, 'আমি জানি না।' ঠিক এরকম এক পরিস্থিতিতে 'তথ্য গোপন করছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার ', সন্দেহ সিবিআইয়ের।  তাই  এবার ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের জন্য শিয়ালদা কোর্টে আবেদন জানানো হয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।