কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: আরজি করের প্রতিবাদে এবং নারী সুরক্ষা ও নিরাপত্তাকে সুদৃঢ় করতে অশুভ শক্তির বিরুদ্ধে নিজেদের লড়াই ও সুসম্পর্কগুলিকে আরও বেঁধে রাখতে সোমবার রাখিবন্ধন কর্মসূচী পালন করলেন বর্ধমান মেডিকেলের জুনিয়র চিকিৎসকেরা। 'রাখিবন্ধন হোক চিরস্থায়ী, তিলোত্তমার বিচার চাই', রোগীর আত্মীয় ও পরিজনদের হাতে কালো ফিতের রাখি পরিয়ে একসাথে চলার ও পাশে থাকার জন্য বার্তা দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা।
অপরদিকে, আরজিকরের ঘটনায় প্রতিবাদে সরব সারা বাংলা তথা দেশ। এদিন চিকিৎসক কুণাল সরকার, সুবর্ণ গোস্বামীকে তলব করে পাঠায় লালবাজার। যদিও ২ চিকিৎসককে সমন পাঠিয়েও চাপের মুখে ঢোঁক গিলল পুলিশ। এক ঘণ্টার মধ্যেই লালবাজার থেকে বেরোলেন চিকিৎসক কুণাল সরকার, সুবর্ণ গোস্বামী। সমন খারিজ করেছে পুলিশ, দাবি চিকিৎসক সুবর্ণ গোস্বামীর। 'চিকিৎসকদের হেনস্থা মানব না', কড়া বার্তা দিয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। চিকিৎসক সমাজের সাহায্য চেয়েছে পুলিশ জানিয়েছেন সুবর্ণ গোস্বামী।'আর জি কর মেডিক্যালের ঘটনায় মানুষের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে', পুলিশ সদর্থক ভূমিকা নিয়ে এগিয়ে আসুক, লালবাজার থেকে বেরিয়ে মন্তব্য কুণাল সরকারের।
চিকিৎসককে ধর্ষণ-খুনের পর থেকেই আন্দোলনের আঁতুড়ঘর R G কর মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকা। তার প্রেক্ষিতে আগামী ৭ দিন হাসপাতালের আশেপাশে টালা, উল্টোডাঙা, শ্যামপুকুর, এই ৩টি থানা এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। হাসপাতালে ঢোকার মূল রাস্তা বেলগাছিয়া রোড থেকে J K মিত্র রোড ক্রসিং ও আরেকদিকে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে J K মিত্র রোডের আশপাশের এলাকায় ৫ জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় জারি হয়েছে নিষেধাজ্ঞা।
আরও পড়ুন, চিকিৎসকদের মিছিল আটকাল পুলিশ
মূলত আরজিকরকাণ্ডে হাইকোর্ট নির্দেশ দেওয়ার আগে পর্যন্ত মামলাটির তদন্তের দায়িত্বে ছিল রাজ্য পুলিশ। রাজ্যে ঘটে যাওয়া একাধিক দুর্নীতি-অপরাধের ঘটনায় অতীতেও রাজ্য পুলিশের থেকে মামলা হস্তান্তর হয়েছে। অধিকাংশ হাই প্রোফাইল মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে এবার ফারাক শুধু সময়ে। পুলিশকে মুখ্যমন্ত্রীর দেওয়া সময়ের আগেই এবার হাইকোর্টের নির্দেশে মামলা গিয়েছে সিবিআইয়ের হাতে। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার হয়েছেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয়। তবে সেই গ্রেফতারিতেই থেমে নেই প্রতিবাদ। অভিযোগের আঙুল উঠেছে প্রশাসনের দিকে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।