কলকাতা: আরজিকর কাণ্ডে তোলপাড় রাজ্য-সহ সারা দেশ। এদিকে পুলিশকে মুখ্যমন্ত্রীর সময়ের আগেই হাইকোর্টের নির্দেশে মামলা  গিয়েছে সিবিআইয়ের হাতে। এদিকে স্বাধীনতার মধ্য়রাতে আর জি কর কাণ্ডের প্রতিবাদে নারী স্বাধীনতার ডাক রাজ্য়জুড়ে। ঠিক এমন এক পরিস্থিতিতে, RG Kar কাণ্ডে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মুখে উঠে এল 'ধনঞ্জয়ের ফাঁসি' প্রসঙ্গ!


এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাকে যা ইচ্ছা বলুন, কিন্তু বাংলা মাকে অসম্মান করবেন না। যখন ঘটনাটা ঘটে, তখন ঝাড়গ্রামে ছিলাম। সারারাত ঘুমোইনি, রাত ২টো পর্যন্ত পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছিলাম। বলুন, কোন অ্যাকশনটা আমরা নিইনি? ১২ ঘণ্টার মধ্যে আসল খুনিকে গ্রেফতার করা হয়েছে। প্রমাণ ছাড়া নির্দোষকে কীভাবে গ্রেফতার করব? ধনঞ্জয়ের ঘটনা মনে আছে তো? দোষী সাজা পাক, কিন্তু দেখতে হবে নির্দোষ যেনও সাজা না পান। আমি রবিবার পর্যন্ত সময় চেয়েছিলাম। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত, কোনও আপত্তি নেই। এই ঘটনাটা কিন্তু আমাদের পুলিশই ধরেছে। মৃতার পরিবারের প্রতি সমবেদনা জানান, রাজনীতি করবেন না।'


'উত্তরপ্রদেশ, রাজস্থান, মণিপুরের ঘটনার সময় কী ব্যবস্থা নিয়েছিলেন?' হাথরস-উন্নাওয়ে কি করেছিল বিজেপি, আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। বানতলার ঘটনা ভুলে গেছে সিপিএম? আয়নায় নিজের মুখ দেখুন, আক্রমণে মমতা। 'নন্দীগ্রামে গুলি চালিয়ে খুন কার আমলে হয়েছিল? তাপসী মালিককে কারা খুন করেছিল? কোনটা সঠিক আন্দোলন আমরা ভাল করেই জানি', বলেন মুখ্যমন্ত্রী।


আরও পড়ুন, RG কর কাণ্ডে 'দ্রুত বিচারের' দাবিতে সরব মহিলা আইনজীবীরা, 'দ্বিতীয় নির্ভয়া কাণ্ড যাতে না হয়..'


আরজি কর হাসপাতালে নরকীয় ঘটনার প্রতিবাদ ছড়াচ্ছে সর্বত্র। রাজ্য ছাড়িয়ে রাজধানী দিল্লি, সর্বত্র আছড়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। কলকাতাতেও মিছিলে পা মেলান সংস্কৃতি জগতের বিশিষ্টরা। মিছিলে হাঁটেন বিশিষ্ট চিকিৎসকরাও। সকাল গড়িয়ে সন্ধে হয়ে রাত। আছড়ে পড়ছে বিক্ষোভের ঢেউ, উঠছে মুর্হুমুহ স্লোগান। এদিক, এই প্রেক্ষাপটে রাতের পথ দখলে নামতে চলেছে মহিলারা। এই সংক্রান্ত পোস্টে ছেয়ে গেছে সোশাল মিডিয়া। পোশাকী নাম দেওয়া হয়েছে 'মেয়েরা রাত দখল করো'।জানা গেছে ১৪ অগাস্ট রাত ১১.৫৫ মিনিটে যাদবপুর, অ্য়াকাডেমি, কলেজ স্ট্রিটে একই সঙ্গে জমায়েত করবেন মহিলারা। 


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।