নয়া দিল্লি: ঘুম পেয়েছে কিন্তু কোথায় ঘুমোবেন তা ভেবেই উঠতে পারছিলেন না। সামনে ছিল রেললাইন। সেখানেই ছাতা মাথায় দিয়ে শুয়ে পড়েছিলেন এক ব্যক্তি। আর শুয়ে পড়েই সে কী ঘুম! খেয়ালই করেননি যে ওই লাইনে ট্রেন আসতে পারে।
এদিকে, নির্ধারিত সময় এবং গতিপথ মেনে ছুটে আসছিল একটি ট্রেন। দূর থেকেই লোকো পাইলট দেখতে পান কিছু একটা রয়েছে লাইনের মধ্যে। কিছুটা কাছে আসতেই দেখা যায় একজন ব্যক্তি শুয়ে রয়েছে লাইনের উপর। এদিকে ট্রেনের গতিবেগও প্রবল ছিল তখন। তাঁকে ওঠানোর জন্য পর পর হুইসেল দিতে থাকে ট্রেন। কিন্তু সেই হুইসেলেও ঘুম ভাঙে না ওই ব্যক্তির।
এরপর ওই ব্যক্তির প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে সজোরে ব্রেক কষে থামাতে হয় ট্রেন। বেশ কিছুটা আগেই থেমে যায় ট্রেন। এরপর ট্রেন থেকে নেমে লোকো পাইলট ছুটে যান ওই ব্যক্তির কাছে। গিয়ে দেখেন অঘোরে ঘুমোচ্ছেন ওই ব্যক্তি। এরপর তাঁকে ঝাঁকিয়ে তোলা হয়। তাঁকে রেল লাইন থেকে তুলেও দেওয়া হয়। শেষমেশ ওই লাইনে শুরু হয় ট্রেনের যাত্রা।
ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
আরও পড়ুন, ৩ সপ্তাহে পর পর দু'বার লটারি প্রাপ্তি! এই 'Tricks' দিয়েই বাজিমাত করলেন দম্পতি
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। এই গোটা ঘটনাটি ভিডিও করা হয়েছিল। সচিন গুপ্তা নামের এক ব্যক্তি সোশাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করেন। এরপরই মুহূর্তে ভাইরাল হয় ভিডিও।
এই ভিডিওটি এখনও পর্যন্ত ৭৭ হাজার ভিউ হয়েছে। অনেকেই কমেন্ট করেছেন। কেউ বলেছেন, শেষলগ্ন মাথায় ছাতা ধরার কী অর্থ? আরেক জন বলেছেন লোকোপাইলটকে ক্ষমা করতে পারবেন না যমরাজ। অনেকে আবার ওই ব্যক্তির এমন লাইনে ঘুমের বহর নিয়েও ক্ষোভ উগরে দিয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে