সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ইতিমধ্যেই সরব সারা দেশ। বাংলার জেলায় জেলায় 'বিচার চাই' বলে স্লোগান উঠছে। আর এবার আরজিকরের ঘটনায় প্রতিবাদ জানাল আদিবাসী সংগঠন। আরজি করের চিকিৎসকের হত্যার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে আদিবাসীদের পথ অবরোধ হুগলির হারিটে।


আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগণা মহল (BJMPM) অবরোধ করে চুঁচুড়া তারকেশ্বর রোড। হুগলির দাদপুর থানার হাড়িট হাত তলায়।আরজি করের চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদের পাশাপাশি পূর্ব বর্ধমানে এক তরুণীর মৃত্যুর প্রতিবাদে সামিল হয় আদিবাসীরা। হাতে তীর ধনুক নিয়ে রাস্তা অবরোধ করে।


সংগঠনের রাজ্য কমিটির সদস্য রাজেন্দ্র নাথ মুর্মু জানান,ভারত জাকাতের কেন্দ্রীয় কমিটির ডাকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ অবরোধ চলছে। দু'ঘণ্টার প্রতীকি অবরোধ করে দোষীদের কঠিন শাস্তির দাবি করা হয়। হারিট থেকে বালিকুখারি মোড় পর্যন্ত মিছিল হয়। প্রতিবাদী মিছিলে মহিলারাও পা মেলান। অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে মোতায়েন করা হয় হুগলি গ্রামীন পুলিশ কর্মী ও র‍্যাফ।


চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় তোলপাড়ের মধ্যেই, আর জি কর মেডিক্যালে আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তে SIT গঠন করল রাজ্য সরকার। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জমানায়, ২০২১ সাল থেকে, ব্যাপক কারচুপি ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে আর জি কর মেডিক্যালে। তার তদন্তে IG পদমর্যাদার অফিসার প্রণব কুমারের নেতৃত্বের ৪ সদস্যের সিট গঠন করল স্বরাষ্ট্র দফতর। এক মাসের মধ্যে SIT-কে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 


আরও পড়ুন, RG করে আর্থিক অনিয়মে মুখ্যমন্ত্রী নিজে যুক্ত : শুভেন্দু অধিকারী


ডাক্তার ছাত্রীর নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই রাজ্য়ের সরকারি মেডিক্যাল কলেজগুলির পরিকাঠামোয় গলদের অভিযোগ প্রকট থেকে প্রকটতর হচ্ছে। প্রশ্ন উঠেছে কর্মরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়েও। এই পরিস্থিতিতে গতকাল স্বাস্থ্যসচিবের সঙ্গে রাজ্যের সব সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের একটি বৈঠক হয়। কোন মেডিক্যাল কলেজে কত সংখ্যক CC ক্যামেরা রয়েছে, কল ডিউটি রুমগুলির কী অবস্থা, প্রয়োজনের তুলনায় তা পর্যাপ্ত কিনা, স্টাফদের জন্য কত সংখ্যক শৌচালয় রয়েছে, তার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন স্বাস্থ্যসচিব।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।