ঝিলম করঞ্জাই, প্রকাশ সিন্হা, কলকাতা : শুক্রবার ১৪-তম দিনেও সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর জি কর কাণ্ডের শুরু থেকেই এই সন্দীপের বিরুদ্ধেই উঠে আসছে একের পর এক অভিযোগ। দেহপাচার থেকে আর্থিক তছরুপ, প্রায় ১৫ টি অভিযোগ ঝুলে আছে সন্দীপের মাথার উপর। এরই মধ্যে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও BJP রাজ্য সভাপতির দাবি, 'বিশ্বস্ত সূত্রে খবর এসেছে,  ময়নাতদন্তে যে ২ জন মহিলা ডাক্তার ছিলেন, তাঁদেরকে সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানির তরফ থেকে চাপ দেওয়া হয়, ধর্ষণের যে প্রমাণ, সেই প্রমাণ যেন না থাকে রিপোর্টে।'


আর জি কর-কাণ্ড নিয়ে একাধিক প্রশ্ন এখনও রয়ে গেছে। এই প্রেক্ষাপটেই এই ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্য় বিজেপির সভাপতি। যা নিয়ে পাল্টা মুখ খুলেছে তৃণমূলও। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের দাবি, এটি সুকান্তর বানানো গল্প। 


৯ অগাস্ট, R G কর মেডিক্যাল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ। তারপর, ২১ দিন পার হয়েছে,এখনও এই ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল রাজনীতি। কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। কলকাতা থেকে জেলায়, দিকে দিকে চলছে প্রতিবাদ-আন্দোলন। চাদর বদলের অভিযোগ থেকে, ঘটনাস্থলে থিকথিকে ভিড়ের ভাইরাল ভিডিও, একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়েছে। আর এই প্রেক্ষাপটেই ধর্মতলায় বিজেপির ধর্না-কর্মসূচি থেকে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।


কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি, 'ময়নাতদন্তের রিপোর্ট যেটা ঘুরে বেড়াচ্ছে, শেষ লাইনে লেখা আছে, ধর্ষণ হয়েছে। আমার কাছে স্পষ্ট খবর আছে, সন্দীপ ঘোষ এন্ড কোম্পানি এই লাইনটা বাদ দিতে বলেছিল ময়নাতদন্ত থেকে। আমি ধন্যবাদ জানাই, কুর্নিশ জানাই সেই মহিলা ২ ডাক্তারকে, যারা বলেছিলেন, এই লাইন যদি না থাকে আমরা এই ময়নাতদন্তে সই করব না।'


বিচারের দাবি থেকে রাজনৈতিক আকচা - আকচি, শেষমেষ জাস্টিস মিলবে তো ? আর জি কর-কাণ্ডে আসল তথ্য় জানা যাবে কবে? কতদিনে মিলবে বিচার? সেদিকেই তাকিয়ে সবাই।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: RG Kar Case: প্রেসক্রিপশনে 'Justice For RG Kar' স্টিকার, অভিনব প্রতিবাদ রায়গঞ্জের চিকিৎসকের