কলকাতা : একদিকে যেমন সন্দীপের নামে একের পর এক আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠছে, তেমনই রোজই মিলছে সন্দীপের নতুন নতুন সম্পত্তির হদিশ। ইতিমধ্যেই বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ির পাশাপাশি ক্যানিংয়ে হদিশ মিলেছে তাঁর একটি বাংলোর। যার নাম সঙ্গীতা - সন্দীপ ভিলা। এখানেই শেষ নয়। নিউটাউনে সন্দীপ ঘোষের একটি বাড়ির হদিশ মিলেছে।
কার সেই বাড়ি ? কে থাকেন সেখানে ? এবিপি আনন্দ খোঁজ নিয়ে জানল, সেই বাড়িতে নেমপ্লেটে জ্বলজ্বল করছে ৪টে নাম। সন্দীপ ঘোষ, সঙ্গীতা ঘোষ, সত্যপ্রিয় ঘোষ ও মলয়া ঘোষ। এর ঠিক পাশেই দেওয়ালে সাঁটানো রয়েছে সিবিআইয়ের ১৫ অগাস্টের নোটিস। যেখানে লেখা, তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগে ১৬ অগাস্ট সকাল ৮ সময় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হচ্ছে।
তিন তলা বাড়ির মেন গেটে ঝুলছে তালা। সন্দীপ ঘোষের নিউটাউনের বাড়ির কেয়ারটেকার জানালেন, এই বাড়িতে দুর্গাপুজোর সময় আসেন সন্দীপ ঘোষ। সেখানে বাবা - মাও আসেন। ২ মাস আগে তাঁরা শিলিগুড়িতে গেছে।
ওই পাড়ায় সন্দীপ ঘোষের বাড়ি থাকলেও , সেখানকার প্রতিবেশীরা কিন্তু তাঁর বিষয়ে খুব একটা খুশি নন। সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভই উগরে দেন তাঁরা। এক প্রতিবেশী জানালেন, '১৫ দিন অন্তর আসে। বিএমডব্লু বা এসইউভি নিয়ে আসে। যখন আসে, গুন্ডার মতো দেখতে লোক আসে সঙ্গে। ব্যবহার খুব খারাপ।'
সন্দীপ ঘোষ এখন সিবিআইয়ের জালে। শুক্রবার বাড়িতে তল্লাশি করেছে ED। এরমধ্য়েই ক্য়ানিংয়ে খোঁজ মিলেছে সন্দীপ ঘোষের আলিশান বাংলোর। ক্যানিংয়ের মধ্য নারায়ণপুর গ্রামের এই বাংলোর নাম 'সঙ্গীতা-সন্দীপ ভিলা'। প্রায় দু'বিঘা জমির ওপর এই বাংলোয়, আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ, মাঝে মাঝেই সপরিবারে আসতেন বলে জানিয়েছেন কেয়ার টেকার। সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে শুক্রবার ওই বাংলোয় তল্লাশি চালায় ED।
এছাড়াও শনিবার সন্দীপ ঘোষের জোড়া ফ্ল্যাটের হদিশ পেয়েছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, বেলেঘাটা আইডি হাসপাতালের কাছে P-18/A, CIT রোডের ঠিকানায় একই আবাসনে দুটি ফ্ল্যাট রয়েছে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের। এর মধ্যে একতলায় রয়েছে একটি ১২০০ স্কোয়ার ফুটের ফ্ল্যাট। ১৪০০ স্কোয়ার ফুটের আরেকটি ফ্ল্যাট রয়েছে ওই আবাসনেরই তিনতলায়। দুটিরই মালিক সন্দীপ ঘোষ এবং গ্যারাজে একটি দামি গাড়িও রয়েছে, যেটি ২০২২ সালের জুন মাসে কেনা হয়। গাড়ির মালিকানাও সন্দীপ ঘোষের নামে রয়েছে বলে দাবি করেছে সিবিআই। আবাসনের কেয়ারটেকারের দাবি, এখানে একাই আসতেন সন্দীপ। তবে গত একমাস আসেননি বেলেঘাটার এই আবাসনে।
আরও পড়ুন: Dev on Kanchan Mallick: এই কাঞ্চন মল্লিককে চিনি না, ওঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইছি: দেব
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।