RG Kar Hospital Doctor Murder News LIVE : আদালতের ভর্ৎসনা জের, ১৫ দিনের ছুটিতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ

RG Kar Agitation News Live Updates : জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির প্রতিবাদ, আর জি করে ফ্লেক্স ঝোলালেন তৃণমূল কাউন্সিলর।

ABP Ananda Last Updated: 14 Aug 2024 12:03 AM
RG Kar Hospital Doctor Murder News LIVE : আদালতের ভর্ৎসনা জের, ১৫ দিনের ছুটিতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ

কলকাতা হাইকোর্টের ভর্ৎসনা জেরে, ১৫ দিনের ছুটিতে গেল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।

RG Kar Hospital Doctor Murder News LIVE : নিহতের পরিবারকে আর্থিক সাহায্য দিতে হবে, দাবি আন্দোলনকারী চিকিৎসকদের

আরজি কর হাসপাতালের নিহত চিকিৎসকের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানালেন আন্দোলনকারী চিকিৎসকরা।

RG Kar Hospital Doctor Murder News LIVE : আরজি কর কাণ্ডে মুখ্যসচিব ও রাজ্য পুলিশের DG-কে নোটিস জাতীয় মানবধিকার কমিশনের

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণের পর খুনের ঘটনায় মুখ্যসচিব ও রাজ্য পুলিশের DG-কে নোটিস জাতীয় মানবধিকার কমিশনের।

RG Kar Hospital Doctor Murder News LIVE : "সন্দীপ ঘোষ গো ব্যাক" পোস্টার নিয়ে ন্যাশনাল মেডিক্যালে অবস্থান আন্দোলনকারীদের

"সন্দীপ ঘোষ গো ব্যাক" পোস্টার নিয়ে ন্যাশনাল মেডিক্যালে অবস্থান আন্দোলনকারীদের। 

RG Kar Protest : ন্যাশনাল মেডিক্যালে গিয়ে আন্দোলনকারীদের ক্ষোভের মুখে ফিরতে হল তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা এবং জাভেদ খানকে

ন্যাশনাল মেডিক্যালে গিয়ে আন্দোলনকারীদের ক্ষোভের মুখে ফিরতে হল তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা এবং জাভেদ খানকে। উঠল গো ব্যাক স্লোগান। 

RG Kar News Live : আরজি কর মামলায় FIR রুজু করল CBI

আরজি কর মামলায় FIR রুজু করল CBI । যাঁরা তদন্ত করবেন, তাঁরা কাল সকালে দিল্লি থেকে পৌঁছচ্ছেন কলকাতায়।

RG Kar Protest : যেখানে চিকিৎসককে ধর্ষণ-খুন, উল্টো দিকের ঘরেই শুরু সংস্কারের কাজ ! শুরুতেই বিতর্ক

যেখানে চিকিৎসককে ধর্ষণ-খুন, উল্টো দিকের ঘরেই শুরু সংস্কারের কাজ ! আর জি কর মেডিক্যালের ৪ তলায় গতকাল থেকে সংস্কারের কাজ শুরুতে বিতর্ক। সেই সেমিনার রুমের উল্টো দিকেই বিশ্রামের ঘর তৈরির কাজ শুরুতে বিতর্ক। তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা আর জি কর মেডিক্যালের চিকিৎসকদের ।

RG Kar News Live : কাল রাজ্যজুড়ে আউটডোর বন্ধের ডাক চিকিৎসক সংগঠনের

কাল রাজ্যজুড়ে আউটডোর বন্ধের ডাক চিকিৎসক সংগঠনের। সরকারি-বেসরকারি হাসপাতালে ওপিডি বন্ধের ডাক সিনিয়র ডাক্তারদের। কাল ওপিডি বন্ধের ডাক রাজ্যের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের।

RG Kar Protest : আর জি করে নতুন করে উত্তেজনা, প্রমাণ লোপাটের অভিযোগে এসএফআইয়ের বিক্ষোভ !

আর জি করে নতুন করে উত্তেজনা, ভিতরে ঢুকল এসএফআই। প্রমাণ লোপাটের অভিযোগে এসএফআইয়ের বিক্ষোভ

RG Kar News Live : হাইকোর্টের নির্দেশের পরেই আর জি করকাণ্ডের তদন্তে টালা থানায় CBI

হাইকোর্টের নির্দেশের পরেই আর জি করকাণ্ডের তদন্তে CBI। টালা থানায় পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী দল

RG Kar Protest : তৃণমূল সাংসদের ভাইপো, আর জি করের চিকিৎসক; প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর জি করকাণ্ডে জড়িত

তৃণমূল সাংসদের ভাইপো, আর জি করের চিকিৎসক। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর জি করকাণ্ডে জড়িত। সিবিআই তদন্ত সব প্রকাশ্যে আসবে। বিস্ফোরক বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের।

RG Kar News Live : RG কর মেডিক্যালে মহিলা চিকিৎসক ধর্ষণ-খুনের তদন্তে অ্যাসিস্ট্যান্ট সুপারকে তলব

RG কর মেডিক্যালে মহিলা চিকিৎসক ধর্ষণ-খুনের তদন্তে অ্যাসিস্ট্যান্ট সুপারকে তলব। লালবাজারে এলেন আর জি কর হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার।

RG Kar Protest : আর জি কর কাণ্ডের প্রতিবাদে শ্যামবাজারে এসএফআই, ডিওয়াইএফআইয়ের মিছিল

আর জি কর কাণ্ডের প্রতিবাদে শ্যামবাজারে এসএফআই, ডিওয়াইএফআইয়ের মিছিল।

RG Kar News Live : আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুন, CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুন, CBI তদন্তের নির্দেশ । পুলিশ-হাসপাতালের ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট, CBI তদন্তের নির্দেশ।কলকাতা পুলিশের কেস ডায়েরিতে সন্তুষ্ট নয় হাইকোর্ট, CBI নির্দেশ। রবিবার পর্যন্ত পুলিশকে সময় মুখ্যমন্ত্রীর, তার আগেই হাইকোর্টের CBI নির্দেশ। কলকাতা পুলিশের হাত থেকে আর জি কর মামলা গেল CBI-এর হাতে ।

NMC News Update : ন্যাশনাল মেডিক্যালে অধ্যক্ষের পদে পুনর্বহাল অজয় রায়কেই

ন্যাশনাল মেডিক্যালে অধ্যক্ষের পদে পুনর্বহাল অজয় রায়কেই 

RG Kar Protest : রোগীরা দুর্ভোগের শিকার হচ্ছেন, ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার করতে বললেন অতীন ঘোষ

জুনিয়র ডাক্তারদের দাবির সঙ্গে আমরা সহমত। কিন্তু রোগীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। তাই তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরুন। আবেদন অতীন ঘোষের। 

RG Kar News Live : 'কর্মবিরতি প্রতিযাহার করে কাজে ফিরুন', আবেদন অতীন ঘোষের

জুনিয়র ডাক্তারদের দাবির সঙ্গে আমরা সহমত। কিন্তু রোগীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। তাই তাঁরা কর্মবিরতি প্রতিযাহার করে কাজে ফিরুন। আবেদন অতীন ঘোষের। 

Bankura News Live :নতুন আতঙ্ক বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে

আর জি কর কাণ্ডের মধ্যেই  নতুন আতঙ্ক বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের লেডিজ হস্টেলের পাঁচিল টপকে ঢুকল এক ব্যক্তি। কালো কাপড় ও মুখঢাকা দুষ্কৃতীকে ঘিরে হস্টেলে আতঙ্ক। 

RG Kar News Live : রাজ্যজুড়ে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতে হবে, কর্মবিরতি প্রত্যাহারের আবেদন স্বাস্থ্যসচিবের

'আর জি কর মেডিক্যালে যা হয়েছে, তার কঠোর নিন্দা করে সরকার। ১২ ঘণ্টার মধ্যে এই ঘটনায় অপরাধী গ্রেফতার হয়েছে। মুখ্যমন্ত্রী নিহত চিকিৎসকের বাড়ি গিয়ে উপযুক্ত তদন্তের আশ্বাস দিয়েছেন। এরপরেও দেখা যাচ্ছে রাজ্যজুড়ে রেসিডেন্ট চিকিৎসকদের আন্দোলনে পরিষেবা বিঘ্নিত হচ্ছে। চিকিৎসকদের মর্যাদা রক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেয় সরকার। রাজ্যজুড়ে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতে হবে'
কর্মবিরতি প্রত্যাহারের আবেদন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের

RG Kar News Live : সন্দীপ ঘোষের পদত্যাগপত্র এবং নতুন নিয়োগপত্র তলব প্রধান বিচারপতির

আর জি কর মামলায় কেস ডায়েরি তলব প্রধান বিচারপতির। সন্দীপ ঘোষের পদত্যাগপত্র এবং নতুন নিয়োগপত্র তলব প্রধান বিচারপতির। আন্দোলনরত চিকিৎসকদের আবেগকে গুরুত্ব দিয়ে দেখতে হবে, তাঁদের এক সহকর্মীকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, মন্তব্য প্রধান বিচারপতির

Doctor's Protest : মুর্শিদাবাদে চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্য়ু হয়েছে বলে অভিযোগ

RG করকাণ্ডে দোষীদের শাস্তি চেয়ে, এবং চিকিৎসক-চিকিৎসা কর্মীদের নিরাপত্তার দাবিতে রাজ্য়ের প্রায় সমস্ত সরকারি হাসপাতালে চলছে বিক্ষোভ, কর্মবিরতি। এরইমধ্য়ে পরিষেবা না পেয়ে ফিরতে হচ্ছে রোগীদের। মুর্শিদাবাদে চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্য়ু হয়েছে বলে অভিযোগ। 

RG Kar Medical College LIVE Updates: 'আপনারা তাকে এভাবে পুরস্কৃত করতে পারেন না' সন্দীপ ঘোষের অধ্যক্ষ পদে ফেরানো নিয়ে মন্তব্য প্রধান বিচারপতির

'আপনারা তাকে এভাবে পুরস্কৃত করতে পারেন না। পদত্যাগ করার চারঘন্টার মধ্যে তাকে ফের দ্বায়িত্ব দেওয়া হল ! এটা কিভাবে সম্ভব ? সন্দীপ ঘোষ এতই প্রভাবশালী ? সন্দীপ ঘোষের অধ্যক্ষ পদে ফেরানো নিয়ে মন্তব্য প্রধান বিচারপতির। 

RG Kar Medical College LIVE Updates: 'আন্দোলনরত চিকিৎসকদের আবেগকে গুরুত্ব দিয়ে দেখতে হবে', আর জি কর মামলায় কেস ডায়রি তলব প্রধান বিচারপতির

আর জি কর মামলায় কেস ডায়রি তলব প্রধান বিচারপতির। দুপুর ১ টার মধ্যে কেস ডায়রি তলব প্রধান বিচারপতির। সন্দীপ ঘোষের পদত্যাগপত্র এবং নতুন নিয়োগপত্র তলব প্রধান বিচারপতির।  'আন্দোলনরত চিকিৎসকদের আবেগকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাঁদের এক সহকর্মীকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, মন্তব্য প্রধান বিচারপতির। প্রথমে পরিবারকে বলা হয় যে আপনার মেয়ে অসুস্থ, পরে বলা হয় যে সে আত্মহত্যা করেছে। পরিবারকে তিনঘন্টা বসিয়ে রেখে আত্মহত্যার কথা বলা হলে বুঝতে হবে প্রশাসন সঙ্গে নেই। পুলিশ কাকে রক্ষা করছে?' প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। 

Doctor's Protest : স্বর্ণকমলের সামনেই লাগাতার ‘গো ব্যাক’ স্লোগান

মন্ত্রী জাভেদ খানকে সঙ্গে নিয়ে সকালে হাসপাতালে যান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, এন্টালির তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা। তাঁদের সামনেই লাগাতার চলল ‘গো ব্যাক’ স্লোগান। বিক্ষোভের মুখে ফিরে যেতে হয় স্বর্ণকমল সাহা ও জাভেদ খানকে। 

National Medical Protest : RG কর মেডিক্য়ালের ঘটনা এখানে ঘটবে, এটা ভাবার কোনও কারণ নেই: স্বর্ণকমল সাহা

সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিক্যালে আগেও কাজ করে গেছেন। RG কর মেডিক্য়ালের ঘটনা এখানে ঘটবে, এটা ভাবার কোনও কারণ নেই। আন্দোলনকারী পড়ুয়া-চিকিৎসকদের সঙ্গে এই নিয়ে কথা বলব, ন্যাশনাল মেডিক্যাল কলেজে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিক্ষোভ প্রসঙ্গে জানালেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও এন্টালির তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা। 

National Medical Protest : : ‘সন্দীপ ঘোষ ফিরে যাও’ লেখা পোস্টার National Medical এ

ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষকে বসানো নিয়ে উত্তাল হাসপাতাল। অধ্যক্ষের ঘরে ঢোকার মূল গেটে লাগানো হয়েছে তালা
। পাহারা দিতে রাত জাগলেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের পড়ুয়া-চিকিৎসকরা। অধ্যক্ষের ঘরে ঢোকার গেটে ঝুলছে ‘সন্দীপ ঘোষ ফিরে যাও’ লেখা পোস্টার 

RG Kar Protest Row : সন্দীপ ঘোষ ফিরে যাও’ বিক্ষোভে অনড় National Medical পড়ুয়ারা

RG কর মেডিক্যাল কলেজ থেকে পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে বসানো হয়েছে সন্দীপ ঘোষকে। তাই নিয়ে উত্তাল ন্যাশনাল মেডিক্যাল কলেজ।  প্রশাসনিক ভবনের মূল গেটে লাগানো হল তালা।

R G kar News : ৪৮ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিলেন আন্দোলনকারী পড়ুয়া-চিকিৎসকরা

মুখ্যমন্ত্রী পুলিশকে রবিবার পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছিলেন। পাল্টা ৪৮ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিলেন আন্দোলনকারী পড়ুয়া-চিকিৎসকরা। RG কর মেডিক্যাল কলেজে জেনারেল বডির মিটিংয়ের পর জানিয়ে দিলেন, SIT-র তদন্তে তাঁরা সন্তুষ্ট নন। বিচারবিভাগীয় তদন্তের দাবিতে অনড় আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়ারা।

RG Kar News Live : ১৪ অগাস্টের মধ্যে তদন্ত শেষ করতে হবে, দাবি না মানা পর্যন্ত আন্দোলন, জানালেন আন্দোলনকারীরা

গতকাল রাত আড়াইটে পর্যন্ত RG কর মেডিক্যালে GB মিটিংয়ে ৬ দফা দাবি পেশ করে জানিয়ে দিলেন ১৪ অগাস্টের মধ্যে তদন্ত শেষ করতে হবে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়ে দেন রাজ্যের ২১টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসক, ইন্টার্ন ও পোস্ট 
গ্র্যাজুয়েট ট্রেনিরা। 

RG Kar News : সোশাল মিডিয়ায় পোস্ট করায় ১৫ জন ইনফ্লুয়েন্সারকেও তলব লালবাজারের


গতকাল জুনিয়র চিকিৎসক, PGT ট্রেনি-সহ ৭ জনকে মাঝরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ
চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান, অ্যাসিস্ট্যান্ট সুপারকে আজ ফের তলব 
তলব করা হয়েছে নার্সিং স্টাফ, নিরাপত্ত কর্মী ও চতুর্থ শ্রেণির য়েকজন কর্মীকেও
ধর্ষণ-খুনের ঘটনা সোশাল মিডিয়ায় পোস্ট করায় ১৫ জন ইনফ্লুয়েন্সারকেও তলব লালবাজারের

WB News Live : চিকিৎসক ধর্ষণ-খুনের তদন্তে ৪ জুনিয়র চিকিৎসককে ফের তলব

RG কর মেডিক্যালে মহিলা চিকিৎসক ধর্ষণ-খুনের তদন্তে ৪ জুনিয়র চিকিৎসককে ফের তলব। ওই ৪ জুনিয়র চিকিৎসক নির্যাতিতার সঙ্গে ঘটনার দিন রাতের খাবার খেয়েছিলেন, খবর সূত্রের। সঞ্জয় রায় কি একাই জড়িত? নাকি তাকে কেউ পাঠিয়েছিল? নারকীয় ধর্ষণ-খুনের
গতকাল জুনিয়র চিকিৎসক, PGT ট্রেনি-সহ ৭ জনকে মাঝরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 

প্রেক্ষাপট


কলকাতা : কলকাতা হাইকোর্টের ভর্ৎসনা জেরে, ১৫ দিনের ছুটিতে গেল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।


আরজি কর হাসপাতালের নিহত চিকিৎসকের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানালেন আন্দোলনকারী চিকিৎসকরা।


আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণের পর খুনের ঘটনায় মুখ্যসচিব ও রাজ্য পুলিশের DG-কে নোটিস জাতীয় মানবধিকার কমিশনের।


"সন্দীপ ঘোষ গো ব্যাক" পোস্টার নিয়ে ন্যাশনাল মেডিক্যালে অবস্থান আন্দোলনকারীদের।


আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ-খুনে ফুঁসছে বাংলা। বিচারের দাবিতে পথে নেমে চলছে প্রতিবাদ। আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ করেই খুন করা হয়েছে, জানা গিয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। শ্বাসরোধ করে হত্যার আগে করা হয়েছে অকথ্য অত্যাচার, গোপনাঙ্গে পাওয়া গিয়েছে গভীর ক্ষত, মাথায় চোট বলছে ময়নাতদন্তের রিপোর্ট। 



এই পরিস্থিতিতে উঠে আসছে নানারকম প্রশ্ন। প্রতিবাদীদের প্রশ্ন, সেমিনার রুমে একাই ছিলেন নির্যাতিতা, কীভাবে জানল সঞ্জয়? তাহলে কি জড়িত আরও কেউ? ৩০ ক্যামেরার ফুটেজের সূত্রে রহস্যের জট খোলার চেষ্টায় লালবাজার। 



আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাড়ি গিয়ে পুলিশকেই ডেডলাইন দিলেন মুখ্যমন্ত্রী। রবিবার পর্যন্ত সময়, না হলে সিবিআই, বলে দিলেন মুখ্যমন্ত্রী। এরপরও আন্দোলন তুলতে নারাজ  আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়ারা। এবার তাঁরাও বেঁধে দিলেন ডেডলাইন। এবার ৬ দফা দাবি মানা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের পড়য়ারা।   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন :


 বাংলাদেশে দুর্গাপুজোর জন্য ৫ দিন ছুটি চান হিন্দুরা, কী বলল অন্তর্বর্তী সরকার ?


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.