অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষকে বসানো নিয়ে উত্তাল হাসপাতাল চত্বর। অধ্যক্ষের ঘরে ঢোকার মূল গেটে লাগানো হয়েছে তালা। ঘটনাস্থলে পৌঁছেছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বর্ণকমল সাহা। স্বর্ণকমল সাহাকে ঘিরে বিক্ষোভ ছাত্রদের, 'গো ব্যাক' স্লোগান। বিক্ষোভের জেরে ফিরে গেলেন স্বর্ণকমল সাহা এবং জাভেধ খান। ন্যাশনাল মেডিক্যালে এসে পৌঁছে গেছেন প্রাক্তন অধ্যক্ষ অজয় রায়ও। 


এদিন পড়ুয়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন তৃণমূল নেতা। তখনই আন্দোলনকারী পড়ুয়া চিকিৎসকদের তরফে বলা হয়, 'যে অধ্যক্ষ হাসপাতালে থাকাকালীন সেখানে এমন একটি ঘটনা ঘটে, সেই অধ্যক্ষ এখানে এলে এমন কোনও ঘটনা ঘটবে না সেটার গ্যারান্টি আপনারা কীভাবে দেবেন? তাঁদের তরফে আরও বলা হয়, 'আমাদের এখানে যে মেয়েরা আছে তারা এখন আশঙ্কিত। দিস ইজ নট ডান।' 


নেতার সঙ্গে কথা বলার সময় রীতিমতো সোচ্চার হন আন্দোলনকারী এক মহিলা পড়ুয়া। আরজি কর কাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'এই হাসপাতাল আমাদের ঘর। এটা আমাদের সেকেন্ড হোম। আমরা আমাদের নিজেদের বাড়ি ছেড়ে এসে এখানে থাকি। আমরা ওঁর মতো অভিভাবককে মাথার উপর চাই না। আমাদের বাড়িতে মা-বাবা আছে, আমরা এখানে একা থাকি সেই চিন্তা এখন ওদের। সেখানে আপনারা এমন লোককে কেন এনে বসাচ্ছেন?' 


প্রসঙ্গত, প্রবল চাপের মুখে সকালে এক মেডিক্যাল কলেজ থেকে ইস্তফা। বিকেলেই আরেক মেডিক্যাল কলেজে বহাল। আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে ইস্তফা দেওয়া সন্দীপ ঘোষকে নিয়ে বিতর্ক থেকেই গেল। যদিও, সন্দীপ ঘোষকে অধ্যক্ষ হিসেবে মেনে নিতে নারাজ ন্যাশনাল মেডিক্যাল কলেজের আন্দোলনকারী পড়ুয়ারা।                            


আরও পড়ুন, 'পুলিশকে ৪৮ ঘণ্টার মধ্যে খুনের কিনারা করতে হবে', মুখ্যমন্ত্রীর পাল্টা ডেডলাইন পড়ুয়া চিকিৎসকদের!


এদিকে, শুধু শহর নয়, দেশজুড়ে আন্দোলন অব্যাহত। আরজি কাণ্ডে নিয়ে দিল্লি, পাটনা, নাগপুর-সর্বত্র ছড়িয়ে পড়েছে 'উই ওয়ান্ট জাস্টিস স্লোগান'। 


অন্যদিকে, সঙ্গীপ ঘোষকে অধ্যক্ষ পদের বিরুদ্ধে আন্দোলনে নেমে পাহারা দিতে রাত জাগলেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের পড়ুয়া-চিকিৎসকরা।  অধ্যক্ষের ঘরে ঢোকার গেটে ঝুলছে ‘সন্দীপ ঘোষ ফিরে যাও’ লেখা পোস্টার । 


এদিকে, এরই মধ্যে RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালের দায়িত্ব নিলেন নতুন অধ্যক্ষ সুহৃতা পাল। আজই হাসপাতালে আসেন তিনি। পড়ুয়াদের আন্দোলনে তাঁর সমর্থন আছে, জানালেন RG কর মেডিক্যালের নবনিযুক্ত অধ্যক্ষ সুহৃতা পাল।


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে