কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আরজি কর নিয়ে এবার তৃণমূলকেই অস্বস্তিতে ফেললেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। এদিন সিবিআইয়ের কাছে সিপির গ্রেফতারি চেয়েছেন তিনি।
আর জি কর-কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পাশাপাশি সিপিরও গ্রেফতারি দাবি করেছেন তিনি। সোশাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করে তিনি বলেন, 'সিপি, প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই। কারা আত্মহত্যার কথা রটিয়েছিল, কেন ৩দিন পরে ঘটনাস্থলে স্নিফার ডগ? কেন দেওয়াল ভাঙা হল? এরকম শতাধিক প্রশ্ন আছে, ২জনকে হেফাজতে নিক সিবিআই। শতাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, ওদের মুখ খোলান, কাদের প্রশ্রয়ে 'রায়' এত প্রভাবশালী? জানতে চান সুখেন্দুশেখর রায়।
আরও পড়ুন, আরজি কর-কাণ্ডের জের, 'কেন্দ্রকে ২ ঘণ্টা অন্তর রিপোর্ট দিতে হবে', বার্তা শাহের মন্ত্রকের
আর জি কর কাণ্ডে মধ্যরাতে একের পর এক প্রশ্ন খোদ তৃণমূল সাংসদের। সিবিআইয়ের কাছে স্বচ্ছ্বতার সঙ্গে তদন্তের আবেদন সুখেন্দুশেখর রায়ের।
প্রসঙ্গত, RG কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে স্লোগান উঠেছিল 'মেয়েরা রাত দখল করো'। কলকাতা থেকে জেলা, স্বাধীনতা উদযাপনের মধ্যরাতের দখল নিতে উদ্যোগী হয়েছিল মেয়েরা। তা নিয়েও ভিন্ন সুর তুলেছিলেন সুখেন্দু শেখর রায়। কুণাল ঘোষ থেকে পার্থপ্রতিম রায়রা যখন এর বিরোধিতায় সবর হচ্ছেন, তখন অন্য মত তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের। সোশাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, আমি আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিতে যাচ্ছি, কারণ লক্ষ লক্ষ বাঙালি পরিবারের মতো আমারও মেয়ে ও ছোট্ট নাতনি আছে। আমাদের গর্জে উঠতে হবে। নারীদের ওপর অত্য়াচার অনেক হয়েছে, নারীদের ওপর অত্য়াচার আর নয়। আসুন একসঙ্গে প্রতিরোধ করি। যাই হোক সবাই আসুন।
সেই পোস্ট নিয়ে অবশ্য তৃণমূল সাংসদকে ধন্যবাদ জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা বলেছিলেন, 'বিষয়টা তৃণমূলের নয়। আমি সুখেন্দু (শেখর) রায়কে, তাঁর সিদ্ধান্তকে ধন্যবাদ জানাব।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে