কলকাতা: আরজি কর-কাণ্ডের মধ্যেই নারী সুরক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিরই জবাব দিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রীকে চিঠির পাল্টা মুখ্যমন্ত্রীকে চিঠি দিল নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের। বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে গড়িমসির অভিযোগে রাজ্যকে পত্রাঘাত কেন্দ্রের। বরাদ্দ সত্ত্বেও ধর্ষণ-পকসো মামলায় বিশেষ কোর্ট চালু নিয়ে গড়িমসির অভিযোগ।
কী কী বলা হয়েছে?
সূত্রের খবর, ওই চিঠিতে বলা হয়েছে, 'কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে ১২৩টি ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের বরাদ্দ দেওয়া হয়েছিল। ২০১৯-এ বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু রাজ্যে কার্যকর হয়নি ২০২৩-এর মধ্য জুনেও। ১২৩টি ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে ২০টি বিশেষ পকসো আদালত। ৪৮ হাজার ৬০০ মামলা জমে থাকা সত্ত্বেও ১১টি বিশেষ কোর্ট চালুই করেনি রাজ্য।'
মুখ্যমন্ত্রীর চিঠিতে কী ছিল?
ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুত বিচার এবং ১৫ দিনে শুনানি শেষের সওয়াল করে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছিলেন। নারী নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর চিঠি নিয়ে পাল্টা চিঠি দিল কেন্দ্র। কেন্দ্রের চিঠিতে ভারতীয় ন্যায় সংহিতায় কঠোর আইনের উল্লেখ রয়েছে।
এরই মধ্য়ে ভাইরাল ভিডিও:
চিকিৎসক ধর্ষণ-খুন, সেমিনার রুমে পুলিশের সামনেই বহিরাগত ভিড়! বাবা-মাকে দেহ দেখতে না দিয়ে বাধা, সেমিনার রুমে বহিরাগতরা! বসিয়ে রাখা হল মা-বাবাকে, কীভাবে সেখানেই বাকিদের প্রবেশ? পুলিশের সামনেই ঘটনাস্থলে ভিড়, সুরক্ষিত আছে অপরাধস্থল? ধর্ষণ-খুনের পরে যেখানে চিকিৎসকের দেহ, সেখানে কীভাবে এত ভিড়? এত ভিড়ে কতটা সুরক্ষিত আছে অপরাধের তথ্য-প্রমাণ? উঠছে প্রশ্ন।
আরজি কর কাণ্ডে নবান্ন অভিযান নিয়ে এখন সরগরম রাজ্য-রাজনীতি। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে কালকের নবান্ন অভিযানকে অবৈধ ঘোষণা করল পুলিশ
'বিনা অনুমতিতে নবান্ন অভিযানের ঘোষণা করা হয়েছে, নবান্ন চত্বরে কর্মসূচি করতে গেলে পুলিশের অনুমতি প্রয়োজন, অনুমতি না নেওয়ার কারণে এই কর্মসূচি বেআইনি। কালকের নবান্ন অভিযানের নেপথ্যে রয়েছে দুষ্কৃতীরা, তথ্য আছে পুলিশের কাছে। অশান্তির ছক কষছে দুষ্কৃতীরা। কাল NTA-এর পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, পুলিশ সেই চেষ্টা করবে। সংগ্রামী যৌথ মঞ্চ কালকের কর্মসূচিতে যোগদানের কথা বলেছে। কিন্তু তাদের তরফেও পুলিশের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি', দাবি এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মার।
আরও পড়ুন- ভারতে আসছে ভিভো 'টি' সিরিজের আরও একটি নতুন ফোন, এবার কোন মডেল?