কলকাতা: আর জি করে ডাক্তারের (RG Kar Doctor Death) মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল রাজ্য। দিকে দিকে মর্মান্তিক ঘটনার প্রতিবাদে চলছে প্রতিবাদ মিছিল। ক্রীড়াজগতও যে তার থেকে বিচ্ছিন্ন নয়, তা গত রবিবার বিকেলেই টের পেয়েছিল মহানগরী। সল্টলেক স্টেডিয়ামের বাইরে কলকাতার তিন প্রধানের সমর্থকদের প্রতিবাদের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। তার ঠিক এক সপ্তাহ পরে, ফের এক রবিবাসরীয় বিকেলে কলকাতা সাক্ষী থাকল ফুটবলপ্রেমীদের প্রতিবাদের।


রবিবার, ২৫ অগাস্ট আর জি করের ঘটনার প্রতিবাদে একজোট হয়ে মিছিলে নামল একাধিক ফুটবল ক্লাবের সমর্থকগোষ্ঠী। কলকাতায় লিভারপুলের সমর্থক গ্রুপ বেঙ্গল স্কাউসার্সের তরফে এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে শুধু লিভারপুল ফুটবল ক্লাবের সমর্থকদের নিয়েই এই মিছিল আয়োজন করা হলেও, এই প্রতিবাদে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সাপোটার্স ক্লাব, আর্সেনাল বেঙ্গল, পিনা মাদ্রিস্তা, বাভেরিয়ান আর্মি অফ বেঙ্গল, চেলসি ইন্ডিয়ার মতো, লিভারপুল অফিসিয়াল সাপোটার্স ক্লাব বেঙ্গলের মতো ফ্যানস ক্লাবের সদস্যরাও যোগ দেয়।


সমর্থকদের একজন জানান, 'প্রাথমিকভাবে আমরা শুধু কলকাতার লিভারপুল সমর্থকদের নিয়েই এই প্রতিবাদ মিছিল করার কথা ভেবেছিলাম। কিন্তু গত রবিবারের ঘটনা আমাদের সামনের উদাহরণ তৈরি করে। ইস্টবেঙ্গল, মোহনবাগানের সমর্থকেরা একসঙ্গে প্রতিবাদ জানাতে পারলে, কলকাতার বুকে ইউরোপিয়া ক্লাবের ফ্যানস ক্লাবগুলিও তো একসঙ্গে প্রতিবাদের আওয়াজ তুলতেই পারে। তারপরেই আমরা বাকি ফ্যানস ক্লাবগুলির সঙ্গে যোগাযোগ করি এবং সকলেই সম্মতি দেন।'


সমর্থকদের এই প্রতিবাদী মিছিল ময়দান মেট্রো থেকে শুরু হয়ে এসপ্লানেড, লেনিন সরণি, মৌলালি পার করে মল্লিক বাজার পর্যন্ত চলে। মিছিলে লিভারপুল, আর্সেনাল, রিয়াল মাদ্রিদের সমর্থকেরা সকলে মিলে একসঙ্গে ন্যায়বিচারের ডাক দেন। বিচারের দাবিতে ওঠে স্লোগান।


শুধু সমর্থকরাই নয়, কলকাতা ময়দানও কিন্তু বিচারের দাবিতে সামিল হয়েছে। ইস্টবেঙ্গল, মহামেডানের ফুটবলারদের ম্যাচে গোল করার পর আর জি কর কাণ্ডে ন্যায়বিচারের ডাক দেন। এমনকী মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু তো গত রবিবার নিজেই সামিল হয়েছিলেন সমর্থকদের প্রতিবাদ মিছিলে। সকলকে কৃতজ্ঞতাও জানান সবুজ মেরুন তারকা। সকলের তরফে ডাক এখন একটাই। আর জি কর কাণ্ডের যেন দ্রুত ন্যায়বিচার হয়। 



আরও পড়ুন: ফুটপাতেই খাবার বেচে সংসার চালান, স্থায়ী দোকানের খোঁজে প্রতিবাদের মুখ হয়ে ওঠা শিলাদিত্য