কলকাতা: আরজি কর হাসপাতালের নির্মম ঘটনায় রাস্তায় নেমেছে গোটা রাজ্য। কলকাতা পুলিশের থেকে সিবিআইয়ের কাছে গিয়েছে তদন্তভার। সুপ্রিম কোর্টও বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করেছে, তার শুনানিও হয়েছে। বেশ কিছুদিন কেটে গিয়েছে এই নারকীয় ঘটনার তদন্ত করছে সিবিআই। কিন্তু এখনও আর কেউ গ্রেফতার হয়নি। টানা আন্দোলনে রয়েছেন ডাক্তার ও ডাক্তারি পড়ুয়ারা। এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়ানোর কথা জানালেন আরজি কর কাণ্ডে নিহত নির্যাতিতার বাবা-মা।
এবিপি আনন্দকে নির্যাতিতার বাবা-মা জানিয়েছেন, যে পড়ুয়ারা আন্দোলন করছেন। তাঁদের পাশে তাঁরা আছেন। নিহত ডাক্তারের বাবা বলেন, 'তাঁদের পাশে আমরা আছি। প্রয়োজন হলে আমরাও গিয়ে যোগ দেব।' তাঁকে যখন জিজ্ঞেস করা হয় আরজি কর হাসপাতালে গিয়ে তাঁরা আন্দোলনে যোগ দেবেন কি না? তখন তিনি জানান, যে কোনও জায়গায় গিয়ে আন্দোলনে যোগ দিতে তাঁরা রাজি। যেখানে নিরপেক্ষ ভাবে ডাকবে সেখানে গিয়ে যোগ দেবেন তাঁরা। নিহত মহিলা ডাক্তারের মা বলেন,'সমস্ত ডাক্তারি পড়ুয়াদের আমরা আমাদের ছেলে-মেয়ে মনে করছি। ওদের পাশে আমরা সবসময় আছি।' এরই মধ্যে CBI তদন্ত নিয়েও তাঁদের ধৈর্যচ্যুতি হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা। এবিপি আনন্দকে তাঁরা জানান, 'এখনও ফল পাইনি, চাইছি কূলকিনারা হোক। আমরা চাইছি একটু তৎপর হয়ে কাজটা করুক। কিছু একটা কূলকিনারা করুক। এখনও তো করতে পারেনি।'
আর জি কর মেডিক্যালের প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা এখনও তাঁদের অবস্থানে অনড়। সহকর্মী তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে কর্মবিরতি চালাচ্ছেন তাঁরা। গতকালই আর জি কর মেডিক্যালে কাজে যোগ দিয়েছেন নতুন অধ্যক্ষ মানসকুমার বন্দ্যোপাধ্যায়। কাজে যোগ দিয়েছেন নতুন উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায়। পরিস্থিতি পর্যালোচনা ও সমাধান সূত্র খুঁজতে আজ হাসপাতালে কলেজ কাউন্সিলের বৈঠক। সমস্ত বিভাগীয় প্রধানদের বৈঠকে ডেকেছেন অধ্যক্ষ। বৈঠকে উপস্থিত থাকতে পারেন ডাক্তারি পড়ুয়াদের প্রতিনিধিরাও।
এদিকে আরজি কর আউটপোস্টে মোতায়েন সব পুলিশ কর্মীকে তলব করল CBI. সিজিও কমপ্লেক্সে হাজির চিৎপুর থানার অতিরিক্ত OC, চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনাস্থল সেমিনার রুম রক্ষার দায়িত্বে ছিলেন অতিরিক্ত OC।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: রইল না SIT-এর কোনও গ্রহণযোগ্যতা ! RG করের যাবতীয় দুর্নীতির তদন্তভার পেল CBI