মনোজ বন্দ্যোপাধ্যায়, পানাগড় ও দুর্গাপুর : পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারে ডাকা নবান্ন অভিযান ঘিরে পানাগড় স্টেশনে উত্তেজনা।ওভারব্রিজের ওপরেই বিজেপি কর্মী, সমর্থক ও আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। এমনই অভিযোগ উঠেছে। কয়েকজন কোলফিল্ড এক্সপ্রেসে চেপে হাওড়ার উদ্দেশে রওনা দেন। নবান্ন অভিযানে যোগ দিতে দুর্গাপুর স্টেশনেও ভিড় বিজেপি কর্মী, সমর্থকদের। হাওড়ামুখী মুম্বই মেল ধরে নবান্নর উদ্দেশে রওনা দেন তাঁরা।


কী ঘটনা ?


আর জি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে আজ 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযান । সেই ডাকেই কিছু ছাত্র এবং বিজেপি কর্মী-সমর্থক সকালে যখন ট্রেন ধরার জন্য পানাগড় স্টেশনে পৌঁছন, তখন ওভারব্রিজে তাঁদের পুলিশের তরফে বাধা দেওয়া হয় বলে অভিযোগ । পুলিশের বাধা পেয়ে তখনকার মতো ঘুরে যান তাঁরা। কিছুক্ষণ পর পানাগড় স্টেশনে যখন কোলফিল্ড এক্সপ্রেস ঢোকে, সেই সময় ঘুরপথে কয়েকজন সেই ট্রেনে চেপে বেরিয়ে যান। পুলিশ এবং স্থানীয় থানার যাঁরা সিভিক ভলান্টিয়ার ছিলেন তাঁরা তাঁদের ফেরত পাঠিয়েছিলেন বলে অভিযোগ। 


একই চিত্র দেখা যায় দুর্গাপুর স্টেশনেও। সেখানে মুম্বই মেলে ওঠার মুখে পুলিশ বাধা দেয়। সেই বাধা উপেক্ষা করে বিজেপি কর্মী-সমর্থকরা জাতীয় পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে মুম্বই মেলে চেপে পড়েন। প্রচুর সংখ্যক বিজেপি সমর্থকের পাশাপাশি ছিলেন ছাত্ররা।


আর জি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে আজ 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযান । অভিযানের অনুমতি দেয়নি পুলিশ, যদিও নিজেদের কর্মসূচিতে অনড় সংগঠন সদস্যদের দাবি, কলেজ স্কোয়ার ও সাঁতরাগাছি থেকে নবান্নের দিকে এগোবে দু'টি মিছিল। কলেজ স্কোয়ার থেকে ইডেন গার্ডেন্স, হেস্টিংস হয়ে নবান্নের দিকে যাবে একটি মিছিল। অপর মিছিলটি হাওড়ার সাঁতরাগাছি থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে নবান্নর দিকে এগোবে। অন্যদিকে, আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তাঁদের দাবি, কর্মসূচিতে যোগ দেবে চাকরিপ্রার্থীদের ৯টি সংগঠন, আদিবাসীদের দু'টি সংগঠন এবং অস্থায়ী কর্মীরা । সেই কর্মসূচিরও অনুমতিও দেওয়া হয়নি পুলিশের তরফে। দু'টি কর্মসূচির অনুমতি না দিলেও, আন্দোলনকারীদের রুখতে পর্যাপ্ত ব্যবস্থা করেছে পুলিশ।


এই পরিস্থিতিতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নবান্ন ও তার আশপাশের এলাকা। জায়গায় জায়গায় গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করেছে পুলিশ। নবান্নের সামনে লাঠিধারী পুলিশের সঙ্গে মোতায়েন রয়েছে র‍্যাফ, কমব্যাট ফোর্স। প্রস্তুত রাখা হয়েছে কাঁদানে গ্যাসের শেল।