Nabanna Abhijan : হাওড়া থেকে কলকাতায় যেতে হবে? বহু রাস্তাই থাকবে বন্ধ, কোন রাস্তা ধরবেন আপনি?

Kolkata Nabanna Abhijan : মঙ্গলবার রয়েছে নেট। সেই সঙ্গে কাজের দিনও। হাওড়া ও সংলগ্ন জেলা থেকে বহু মানুষই যান কলকাতার দিকে। তাদের নিতে হবে ঘুরপথ। 

Continues below advertisement

সুনীত হালদার, সুদীপ্ত আচার্য,  সমীরণ পাল, কলকাতা : আর জি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে আজ 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযানের অনুমতি দিল না পুলিশ। যদিও নিজেদের কর্মসূচিতে অনড় সংগঠন। সদস্যদের দাবি, কলেজ স্কোয়ার ও সাঁতরাগাছি থেকে নবান্নের দিকে এগোবে দুটি মিছিল। অন্যদিকে, আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চও। সেই কর্মসূচিরও অনুমতিও দেওয়া হয়নি পুলিশের তরফে। তবুও  কর্মসূচিতে অনড় তাঁরা। 

Continues below advertisement

মঙ্গলবার রয়েছে নেট। সেই সঙ্গে কাজের দিনও। হাওড়া ও সংলগ্ন জেলা থেকে বহু মানুষই যান কলকাতার দিকে। তাদের নিতে হবে ঘুরপথ।  পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান কর্মসূচিতে হাওড়ার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। হাওড়ার দিক থেকে কলকাতার দিকে আসা গাড়ির জন্য় বেশ কিছু পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ। তাদের তরফে জানানো হয়েছে-

  • ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে, কোলাঘাটের দিক থেকে আসা কলকাতামুখী যে গাড়িগুলি, দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যেতে চায়, তারা নিবড়া থেকে নিবেদিতা সেতু দিয়ে আসতে পারে।
  • ডানকুনির দিক থেকে আসা যেসব গাড়ি দ্বিতীয় হুগলি সেতু ধরতে চায়, তারা নিবেদিতা সেতু দিয়ে কলকাতায় আসতে পারে। 
  • কলকাতা থেকে হাওড়ামুখী যেসব গাড়ি দ্বিতীয় হুগলি সেতু বা হাওড়া সেতু ধরতে চায়, তারাও নিবেদিতা সেতু দিয়ে যেতে পারে।
  • হাওড়া স্টেশন থেকে যেসব গাড়ি হাওড়া সেতু বা দ্বিতীয় হুগলি সেতু দিয়ে কলকাতায় আসতে চায়, তারা জি টি রোড বা নিবেদিতা সেতু ধরতে পারে।

    হাওড়ার কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে, তা-ও জানানো হয়েছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। এর মধ্য়ে রয়েছে, 
  • নিবড়া এবং দ্বিতীয় হুগলি সেতুর মাঝে কোণা এক্সপ্রেসওয়ে।
  • আলমপুর এবং লক্ষ্মীনারায়ণতলা মোড়ের মাঝে আন্দুল রোড।
  • মল্লিক ফটক এবং বেতাইতলার মাঝে জি টি রোড।
  • মন্দিরতলা এবং দ্বিতীয় হুগলি সেতুর মাঝে জি টি রোড।
  • কাজিপাড়া এবং দ্বিতীয় হুগলি সেতুর মাঝে জি টি রোড।
  • কাজিপাড়া থেকে রামকৃষ্ণপুর ক্রসিং অবধি ফোরশোর রোড।
  • হাওড়া স্টেশন থেকে গ্র্য়ান্ড ফোরশোর রোড।
    নবান্ন অভিযান কর্মসূচি নিয়ে ইতিমধ্য়েই জোর রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। 

    আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
    আরও পড়ুন, আজ নবান্ন অভিযান কর্মসূচি, কলকাতায় আসতে গেলে, কোন রাস্তা ধরতে হবে?
Continues below advertisement
Sponsored Links by Taboola