হাওড়া : পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। মোকাবিলায় কলকাতা থেকে হাওড়া--বেনজির কড়াকড়ি পুলিশের। তবে, বহু জমায়েতের অনুমান করা হচ্ছে। এই পরিস্থিতিতে সমাজমাধ্যমে চাঞ্চল্যকর পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। 'হাওড়া স্টেশন থেকে নিখোঁজ চার ছাত্র।' নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী


এক্স হ্যান্ডেলে শুভেন্দু লেখেন, ' হাওড়া স্টেশনে পৌঁছনো স্বেচ্ছাসেবকদের খাবার দিচ্ছিলেন ৪ ছাত্র। আচমকা মধ্যরাতের পর থেকে তাঁদের আর খোঁজ মিলছে না। এই ৪ ছাত্র হলেন শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি এবং প্রীতম সরকার। ফোনেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আমাদের আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদের গ্রেফতার বা আটক করেছে। তাঁদের কিছু হলে সেই দায়িত্ব মমতার পুলিশকে নিতে হবে।'