উজ্জ্বল মুখোপাধ্যায় , কলকাতা : 'নিরাপত্তার আগেও আমাদের দাবিটা তো, যে কালপ্রিট তাদের ধরা হোক'। সুপ্রিম কোর্টের আশ্বাসের পরও বদলায়নি ছবিটা। বরং বেড়েছে আন্দোলনের ঝাঁঝ। পুলিশের হাত থেকে তদন্তের দায়িত্ব গেছে সিবিআই য়ের হাতে। কিন্তু এখনও অবধি সঞ্জয় রায়ের পর আর ধরা পড়েনি কেউ। তদন্তের অগ্রগতি নিয়ে এখনও কপালে চিন্তার ভাঁজ নির্যাতিতার মা-বাবা থেকে আন্দোলনকারী সকলের। তাই এই আপাতত আন্দোলন ও কর্মবিরতি চালিয়ে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসক - পড়ুয়ারা। আজ, বুধবার , পূর্ব নির্ধারিত সূচি অনুসারেই স্বাস্থ্যভবন অভিযান করলেন তাঁরা। শহরের আকাশ-বাতাসে 'জাস্টিস'-এর স্লোগান তুলে রাজপথে নামলেন জুনিয়র চিকিৎসকরা।
কারও হাতে পোস্টার, কারও হাতে প্ল্যাকার্ড, আবার কারও হাতে অন্যের হাত। সবার মুখে স্লোগান। ' উই ওয়ান্ট জাস্টিস ', স্লোগান আজও অনুরণিত মহানগরে। সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন অভিযান শুরু করেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। জুনিয়রদের সঙ্গে বিচারের দাবিতে সরব হন সিনিয়র চিকিৎসকরাও।
বুধবারের মিছিলে ছাত্রছাত্রীদের দাবি, তাঁদের অধ্যক্ষ কোথায় ? আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দাবি,, প্রথম দিনের পর আর আর জি কর মেডিক্যালে আসেননি নতুন অধ্যক্ষ সুহৃতা পাল। অধ্যক্ষকে খুঁজতেই স্বাস্থ্য ভবন অভিযান। তাই তাঁদের হাতে প্ল্যাকার্ড 'প্রিন্সিপাল হাওয়া'। সন্দীপ ঘোষের ইস্তফার পর নতুন অধ্যক্ষ প্রথম দিন এসেই বিক্ষোভের মুখে পড়েন। তারপর থেকে তিনি আর আসেননি ক্যাম্পাসে। তাই তিনি নাকি দায়িত্ব সামলাচ্ছেন স্বাস্থ্যভবন থেকেই। তাই কার্যত ক্যাম্পাস এখন অভিভাবকহীন। আন্দোলনকারীদের দাবি, এই অশান্ত সময়ে কেন কোনও অধ্যক্ষ নেই কলেজে ? তাই তাঁরা একজন অভিভাবক চান। তাই এই স্বাস্থ্যভবন অভিযান।
পড়ুয়া - চিকিৎসকদের প্রশ্ন, সবার প্রশ্ন, ঘটনার পর ১২ দিন পেরিয়ে গিয়েছে, কেন তদন্ত এগোয়নি? কী করছে সিবিআই? কেন এখনও দোষীদের গ্রেফতার করা হয়নি? প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ থাকা সত্ত্বেও স্বাস্থ্য দফতর এতদিন কেন ব্যবস্থা নেয়নি?
অন্যদিকে আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় কর্মবিরতিতে সামিল হয়েছেন দিল্লি AIIMS-র চিকিৎসকরাও। আজ যন্তর মন্তরে বসে তাঁরা রোগী পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন, সিভিক ভলান্টিয়ার হয়েও কীভাবে এত দাপট? সঞ্জয়ের নাম জিজ্ঞেস করতেই দৌড় ASI-এর
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে