ঝিলম করঞ্জাই, কলকাতা:  আর জি কর মেডিক্যাল কলেজের পড়ুয়াদের পক্ষ থেকে সরস্বতী পুজোর প্রস্তুতির অঙ্গ হিসেবে আলপনা আঁকা চলল। যেখানে এক মাসের বেশি অনশন আন্দোলন চলেছিল, ঠিক সেখানেই এখন চলছে আলপনা আঁকার কাজ। অনশন মঞ্চের জায়গায় হচ্ছে মণ্ডপ। 


প্রসঙ্গত, কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে সুর চড়িয়ে বিক্ষোভ শুরু করেছিলেন পড়ুয়ারা। অগাস্টে মাসের মাঝামাঝি সময়ে একাধিক দাবিদাওয়া নিয়ে আর জি কর মেডিক্যাল কলেজে পড়ুয়াদের বিক্ষোভে নামেন পড়ুয়ারা। অধ্যক্ষের সঙ্গে আলোচনার পরেও সমাধান সূত্র মেলেনি বলে দাবি করেন পড়ুয়ারা। যদিও তাঁদের কয়েকটি দাবি কর্তৃপক্ষ মেনে নিয়েছে বলে জানা গিয়েছিল। বিক্ষোভ চলাকালীন রাতে হাসপাতালে যান তৃণমূল সাংসদ শান্তনু সেন। কথা বলেন বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে। আলোচনার মাধ্যমেই রফাসূত্র মিলবে বলে আশাপ্রকাশ করেন সাংসদ। 


সূত্রের খবর, কয়েকদিন ধরেই চলছিল অশান্তি। ফের উত্তাল হয় আরজিকর মেডিক্যাল কলেজ। সুপার, ডেপুটি সুপার, অধ্যক্ষকে ঘেরাও করেন পড়ুয়ারা। হাসপাতালের দাবি কোন দাবিতে ঘেরাও? তা জানেই না হাসপাতাল কর্তৃপক্ষ। বারংবার ডাক্তারি পড়ুয়াদের লিখিতভাবে দাবি জানাতে বলা হলেও তাঁরা অনড় বলে অভিযোগ করে হাসপাতাল কর্তৃপক্ষ।


১৫ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজে ধুন্ধুমার বাঁধে। গ্রুপ ডি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। প্রতিবাদে পথ অবরোধ করেন গ্রুপ ডি কর্মীরা। তাঁদের অভিযোগ ছিল, বিক্ষোভরত কর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। বেশ কয়েকজন আহত হন। যদিও পুলিশের বক্তব্য, ধাক্কাধাক্কিতে জখম হয়েছেন তাঁরা।                                                                     


 


সম্প্রতি আরজিকরে বরখাস্ত হওয়া কর্মীদের তাণ্ডবে দীর্ঘক্ষণ বন্ধ থাকল এমআরআই পরিষেবা। অভিযোগ মারধর করে বের করে দেওয়া হয় এমআরআই বিভাগের কর্মীদের। গণ্ডগোলে আতঙ্কিত হয়ে পড়েন  রোগীরা। পরে স্বাভাবিক হয় পরিস্থিতি।