কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজে (RG Kar Medical College) মহিলা চিকিৎসককে নৃশংস খুনের জের। আজও জেলায় জেলায় হাসপাতালে চলছে প্রতিবাদ। রাজ্যজুড়ে সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) কর্মবিরতি। শিকেয় সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা। ফিরতে হচ্ছে রোগীদের। পদক্ষেপ নিল স্বাস্থ্য দফতর। রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের চিকিৎসকদের ছুটি বাতিল। যাঁরা ছুটিতে আছেন তাঁদের কাজে যোগ দিতে নির্দেশ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কেউ ছুটি পাবেন না, নির্দেশ স্বাস্থ্য দফতরের। প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, মেডিক্যাল অফিসার, আরএমও-দের জন্য নির্দেশ স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার।


গতকালের পরও আজও আরজি করকাণ্ডের প্রতিবাদে কর্মবিরতিতে সামিল হয়েছেন চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। রবিবার আউটডোর বন্ধ, চিকিৎসকের সংখ্যা কম থাকায় সমস্যায় পড়েছেন রোগীরা। যদিও জরুরি বিভাগ চালু রয়েছে। এর পাশাপাশি আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংস খুনের প্রতিবাদ এবার নেমে এল রাস্তায়। পানিহাটির সোদপুর এইচবি টাউন মোড়ে অরাজনৈতিক সংগঠনের তরফে বিক্ষোভ দেখানো হয়েছে। পথচলতি মানুষকে পরিয়ে দেওয়া হয় কালো ব্যাজ। 


আরজি কর কাণ্ডের প্রতিবাদে বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সির মেন গেট আটকে অবস্থান-বিক্ষোভ করছেন জুনিয়র চিকিৎসকরা। ফলে পিছনের গেট দিয়ে ঢুকতে হচ্ছে রোগী ও তাঁদের পরিজনদের। রবিবার ছুটির দিন আউটডোর বন্ধ, তবে চালু রয়েছে জরুরি বিভাগ। জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে সামিল হওয়ায় রোগী দেখছেন হাসপাতালের অন্য চিকিৎসকরা। অন্যদিকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে পড়ল। হাসপাতাল চত্বরেই তাঁবু খাটিয়ে চলছে অবস্থান-বিক্ষোভ। জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, এই হাসপাতালেও রোগী ও তাঁদের আত্মীয়দের হেনস্থার মুখে পড়তে হয়। সেক্ষেত্রে এখানেও সিসি ক্যামেরা লাগানো ও নিরাপত্তার দাবি জানিয়েছেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তবে চালু রয়েছে জরুরি বিভাগ। এর পাশাপাশি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের পড়ুয়া চিকিৎসকরা গতকাল রাত ১টা থেকে কর্মবিরতি শুরু করেছেন। 


অন্যদিকে আরজি কর কাণ্ডে এবার দেশজুড়ে প্রতিবাদের ডাক চিকিৎসক সংগঠন FORDA-র। কাল থেকে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। ৫ দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে চিঠিও দেওয়া হয়েছে তাদের তরফে। কী কী দাবি জানানো হয়েছে, দেখে নিন। 



  • আরজি কর হাসপাতালে আন্দোলনরত চিকিৎসকদের দাবি মানতে হবে।

  • নির্যাতিতার পরিবারকে দ্রুত বিচার দিতে হবে।

  • আন্দোলনরত চিকিৎসকের উপর পুলিশি বর্বরতা চলবে না।

  • স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

  • গোটা বিষয়ে তদন্তের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হবে। 


এর পাশাপাশি আরজি কর হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসকে ধর্ষণ-খুনের ঘটনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি পাঠিয়েছেন বিজেপির রাজ্য (পশ্চিমবঙ্গ) সভাপতি সুকান্ত মজুমদার। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার টিম পাঠিয়ে বাংলার বিভিন্ন মেডিক্যাল কলেজে পরিদর্শনের অনুরোধ জানিয়েছেন তিনি। 


আরও পড়ুন- আঘাত, শ্বাসরোধ করে খুন, শেষে ধর্ষণ, প্রমাণ লোপাটেরও চেষ্টা করেন সঞ্জয়?