NCLT Trial: দেশের বিখ্যাত কফি রেস্তোরাঁ চেন এখন গলা অবধি দেনায় ডুবে। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুন্যাল সংক্ষেপে এনসিএলটি এবার ক্যাফে কফি ডে-র (Cafe Coffee Day) উপর সমস্ত রকমভাবে দেউলিয়া ঘোষণার কার্যক্রম শুরু করেছে। ২২৮.৪৫ কোটি টাকার দেনা রয়েছে এই মর্মে একটি পিটিশন দাখিল করেছে আইডিবিআই ট্রাস্টিশিপ সার্ভিসেস লিমিটেড। এই কাজে একজন রিজলিউশন প্রফেশনালকেও নিয়োগ করা হয়েছে বলে জানানো হয়েছে।


নন-কনভার্টিবল ডিবেঞ্চার পেমেন্টে ব্যর্থ হয়েছে সংস্থা


এনসিএলটির বেঙ্গালুরু বেঞ্চ এই মর্মে ৮ অগাস্ট রায় শুনানি করেছে আইডিবিআই ট্রাস্টিশিপের অভিযোগের ভিত্তিতে যা সিসিডির উপর এক কড়া আঘাত হানবে। দেশের প্রায় সর্বত্র ছড়িয়ে আছে সিসিডির স্টোর। লাখ লাখ মানুষ এখানে কফি (Cafe Coffee Day) খেতে সময় কাটাতে পছন্দ করেন। এবার থেকে জানা গিয়েছে রেজলিউশন প্রফেশনাল এই সংস্থার নিত্যদিনের সমস্ত কাজকর্ম পর্যবেক্ষণ করবে। একটি রিসর্ট পরিচালনা করে ক্যাফে কফি ডে, তাঁর সঙ্গে কনসালটেন্সি সার্ভিস এবং কফি বীজের রপ্তানি-আমদানির ব্যবসার সঙ্গেও যুক্ত এই সংস্থা। এই সংস্থা সম্প্রতি একটি নন-কনভার্টিবল ডিবেঞ্চার ইস্যু করেছে, কুপন পেমেন্ট করতেও ব্যর্থ হয়েছে সংস্থা।


১০০ কোটি টাকা ধার দিয়েছে আইডিবিআই ব্যাঙ্ক


আইডিবিআই ব্যাঙ্ক প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ১০০০ এনসিডির সাবস্ক্রিপশন নিয়েছে। ২০১৯ সালের মার্চ মাসে এর জন্য ১০০ কোটি টাকা দিয়েছিল আইডিবিআই ব্যাঙ্ক। এর জন্য একটি চুক্তিও করা হয়েছিল কফি ডে এন্ট্রারপ্রাইজের সঙ্গে আইডিবিআই ট্রাস্টিশিপের। ২০১৯ থেকে ২০২০ সালের জুন মাসের মধ্যে এই ডিবেঞ্চারের কুপন পেমেন্ট করতেও পারেনি কফি ডে এন্টারপ্রাইজ (Cafe Coffee Day) সংস্থা। এরপরেই সমস্ত ডিবেঞ্চার হোল্ডারদের হয়ে এই ডিবেঞ্চার ট্রাস্টি ২০২০ সালের ৮ জুলাই একটি ডিফল্ট নোটিশ জারি করে এবং এনসিএলটির শরণাপন্ন হয়।


প্রতিষ্ঠাতার মৃত্যুর পর থেকেই ধুঁকছে ব্যবসা


এনসিএলটি জানিয়েছে যে ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে বার্ষিক রিপোর্টে কফি ডে এন্টারপ্রাইজ উল্লেখ করেছে যে তাদের সংস্থা ১৪.২৪ কোটি টাকার সুদ পেমেন্ট করতে পারেনি। ২০১৯ সালের জুলাই মাসে সংস্থার প্রতিষ্ঠাতা ভি জে সিদ্ধার্থের মৃত্যুর পর থেকে এই সংস্থার ব্যবসা ধুঁকছে। কিন্তু তাঁর ধার মেটাতে সতত চেষ্টা চালিয়ে গিয়েছেন তাঁর স্ত্রী, সংস্থার বর্তমান সিইও। ২০২৩ সালের জুলাই মাসে ৯৪ কোটি টাকা দেনার দায়ে আইডিবিআই ব্যাঙ্কের তরফে দেউলিয়া ঘোষণার অভিযোগ গ্রহণ করেছিল এনসিএলটি।



আরও পড়ুন: Hindenburg Research: হিন্ডেনবার্গ রিসার্চের 'মাস্টারমাইন্ড' এই ব্যক্তি, একটা রিপোর্টেই তোলপাড় গোটা দেশ